Thursday, January 22, 2026

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

Date:

Share post:

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গোটা মাস ধরে অভিষেকের জনসভার সূচনা আজ। বারুইপুরে (Baruipur) ক্রস র‍্যাম্প ধরে জনতার সঙ্গে মিশে যাবেন ডায়মন্ড হারবারে সাংসদ। শুধু রেকর্ড ভিড় নয়, অভিষেকের সভায় জনপ্লাবনের সম্ভাবনা থাকায় সতর্কতামূলক পদক্ষেপ করছে পুলিশ ও প্রশাসন। আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। গত ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে যেভাবে র‌্যাম্পের আদলে মঞ্চ তৈরি হয়েছিল, এখানেও তার পুনরাবৃত্তি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

এসআইআরের নামে ভোটার তালিকায় কারচুপি থেকে বাংলার মনীষীদের অপমান, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সুর ছড়াবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মেগা জনসভায় তৃণমূলের বুথ স্তরের কর্মীরাও যোগ দেবেন। জেলার দুই সাংগাঠনিক এলাকা থেকেই দলীয় কর্মী-সমর্থকরা আসবেন, তার সঙ্গে রয়েছে সাধারণ মানুষের উন্মাদনা। নিজের সংসদীয় এলাকায় প্রায় দু বছর পর অভিষেকের মেগা সভা যে বাংলার রাজনীতিতে বড় ইভেন্ট, তা তৃণমূল সাংসদদের জনপ্রিয়তা দেখেই আঁচ করা যায়।এদিন বারুইপুরের সাগর সংঘের মাঠে অভিষেকের কর্মসূচি হবে। মঞ্চ অনেকটা বিগ্রেডের আদলে তৈরি হয়েছে। মাঠের দক্ষিণ দিকে মূল মঞ্চের সঙ্গে দু’পাশে তৈরি করা হয়েছে জনপ্রতিনিধিদের জন্য আরও দুটি জায়গা। মূল মঞ্চের সঙ্গে বানানো হয়েছে আরও দুটি মঞ্চ। যার পিছনে থাকছে প্রায় ৪০ ফুটের স্ক্রিনে দেখার ব্যবস্থা। জনপ্রতিনিধিরা বসবেন এই তিনটি মঞ্চে ভাগ করে। ৩১ জন বিধায়ক একটি দিকে বসবেন। মঞ্চের দু প্রান্তে পোডিয়াম থাকছে। ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া ছাড়াও বৈদ্যুতিন মাধ্যম ও সোশাল মিডিয়ার সাংবাদিকদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। অভিষেকের বক্তব্য শুনতে এবং তাঁকে দেখতে যাতে কারোর যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্য চারিদিকে এলইডি স্ক্রিন রাখা হয়েছে। র‌্যাম্পের দু’ধারে মোতায়েন করা থাকবে সশস্ত্র পুলিশ। আগামী নির্বাচনের রূপরেখা ঠিক করতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মিটিং শুরু ঠিক দুপুর দুটোয়।

 

spot_img

Related articles

‘জাগো বাংলা’র স্টলে মুখ্যমন্ত্রীর তিন ভাবনা, শুরুর দিনেই উপচে পড়া ভিড়

প্রত্যেকবারের মতো ৪৯তম বইমেলাতেও ব্যতিক্রমী ‘জাগো বাংলা‘ স্টল (Jago Bangla Stall)। মুখ্যমন্ত্রীর ভাবনাকে বাস্তবায়িত করেছেন সাংসদ দোলা সেন-সহ...

পর্বত শৃঙ্গে‌ অক্সিজেন ছাড়া ২৪ ঘণ্টা, রেকর্ড রোহিতাশের

রেকর্ড গড়লেন পর্বতারোহী রোহিতাশ খিলেরি(Rohtash Khileri)। যেখানে সাধারণ মানুষ অক্সিজেন ছাড়া কিছুক্ষণও থাকতে পারে না সেইখানে তিনি ইউরোপের...

হিরণের ব্যাংক অ্যাকাউন্টে কি ঋতিকার নজর? মেয়ের ভবিষ্যতের চিন্তায় সরব অনিন্দিতা

খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে টলিপাড়া (Tollywood) ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে...

বইমেলাতেও SIR হয়রানির প্রতিবাদ মমতার: লিখেছেন ২৬টি কবিতা, এবার প্রকাশিত আরও ৯টি বই

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনের মঞ্চ থেকেও কমিশন-এজেন্সির ভূমিকা নিয়ে ফের তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...