Friday, January 2, 2026

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

Date:

Share post:

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গোটা মাস ধরে অভিষেকের জনসভার সূচনা আজ। বারুইপুরে (Baruipur) ক্রস র‍্যাম্প ধরে জনতার সঙ্গে মিশে যাবেন ডায়মন্ড হারবারে সাংসদ। শুধু রেকর্ড ভিড় নয়, অভিষেকের সভায় জনপ্লাবনের সম্ভাবনা থাকায় সতর্কতামূলক পদক্ষেপ করছে পুলিশ ও প্রশাসন। আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। গত ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে যেভাবে র‌্যাম্পের আদলে মঞ্চ তৈরি হয়েছিল, এখানেও তার পুনরাবৃত্তি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

এসআইআরের নামে ভোটার তালিকায় কারচুপি থেকে বাংলার মনীষীদের অপমান, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সুর ছড়াবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মেগা জনসভায় তৃণমূলের বুথ স্তরের কর্মীরাও যোগ দেবেন। জেলার দুই সাংগাঠনিক এলাকা থেকেই দলীয় কর্মী-সমর্থকরা আসবেন, তার সঙ্গে রয়েছে সাধারণ মানুষের উন্মাদনা। নিজের সংসদীয় এলাকায় প্রায় দু বছর পর অভিষেকের মেগা সভা যে বাংলার রাজনীতিতে বড় ইভেন্ট, তা তৃণমূল সাংসদদের জনপ্রিয়তা দেখেই আঁচ করা যায়।এদিন বারুইপুরের সাগর সংঘের মাঠে অভিষেকের কর্মসূচি হবে। মঞ্চ অনেকটা বিগ্রেডের আদলে তৈরি হয়েছে। মাঠের দক্ষিণ দিকে মূল মঞ্চের সঙ্গে দু’পাশে তৈরি করা হয়েছে জনপ্রতিনিধিদের জন্য আরও দুটি জায়গা। মূল মঞ্চের সঙ্গে বানানো হয়েছে আরও দুটি মঞ্চ। যার পিছনে থাকছে প্রায় ৪০ ফুটের স্ক্রিনে দেখার ব্যবস্থা। জনপ্রতিনিধিরা বসবেন এই তিনটি মঞ্চে ভাগ করে। ৩১ জন বিধায়ক একটি দিকে বসবেন। মঞ্চের দু প্রান্তে পোডিয়াম থাকছে। ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া ছাড়াও বৈদ্যুতিন মাধ্যম ও সোশাল মিডিয়ার সাংবাদিকদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। অভিষেকের বক্তব্য শুনতে এবং তাঁকে দেখতে যাতে কারোর যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্য চারিদিকে এলইডি স্ক্রিন রাখা হয়েছে। র‌্যাম্পের দু’ধারে মোতায়েন করা থাকবে সশস্ত্র পুলিশ। আগামী নির্বাচনের রূপরেখা ঠিক করতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মিটিং শুরু ঠিক দুপুর দুটোয়।

 

spot_img

Related articles

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...