এক সময়ে বাংলাতে অনেক হিট ছবি দিলেও দীর্ঘ সময় ধরে রুপোলি পর্দা থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে সেই অপেক্ষার অবসান। নিউ ইয়ারের শুরুতেই অভিনয়ে ফিরছেন বর্ষীয়ান অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আসন্ন ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। আগামী ৪ জানুয়ারি থেকে শ্যুটিং শুরু হবে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ ছবির। শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, গোটা সিনেমারই শ্যুটিং হবে মহিষাদলে। এই সিনেমারই গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন, অর্জুন চক্রবর্তী।

এই ছবিতে এক প্রভাবশালী জমিদারের চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী। ইতিমধ্যেই তাঁর চরিত্রের লুক সেট করাও হয়ে গিয়েছে। ধাক্কাপাড় ধুতি, সুতোর কাজ করা পাঞ্জাবি আর হাতে ছড়ি আভিজাত্যে ভরা এই সাজেই পর্দায় ফিরছেন অভিনেতা। দীর্ঘ বিরতির পর আবার নতুন চরিত্রের প্রস্তুতি নিতে পেরে স্বাভাবিকভাবেই খুশি তিনি। এতদিন অভিনয় থেকে দূরে থাকার কথা জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তিনি কাজের ব্যাপারে বরাবর সচেতন। ভালো গল্প ও চরিত্র ছাড়া পর্দায় ফিরতে চাননি বলেই নিজেকে আড়ালে রেখেছিলেন এতদিন।

যদিও নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক বহু পুরনো। প্রায় ৩০ বছরের বন্ধুত্ব থাকা সত্ত্বেও এই প্রথম তাঁদের পরিচালনায় কাজ করছেন অভিনেতা। শোনা যাচ্ছে, ছবির গল্পই তাঁকে ফের ক্যামেরার সামনে দাঁড়াতে রাজি করিয়েছে। এই ছবিতে আরও দেখা যাবে রাইমা সেন ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। কনীনিকা বর্তমানে ছোটপর্দার নানা কাজে ব্যস্ত থাকলেও, চরিত্রের গুরুত্বের কথা ভেবেই তিনি এই ছবিতে সম্মতি দিয়েছেন। একই দিনে তাঁরও লুক সেট হয়েছে বলে জানা গিয়েছে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন, রাইমা সেন । আরও পড়ুন: ৩০ বাঘ ঘুরছে সুন্দরবনের কোর এরিয়ার বাইরে! বাড়ছে মানুষের উপর আক্রমণ, জায়গা কি কম পড়ছে?
পরিচালকজুটির ছবিতে বর্ষীয়ান শিল্পীদের বিশেষ গুরুত্ব দেওয়ার রেওয়াজ নতুন নয়। সেই ধারাবাহিকতায় এবার অর্জুন চক্রবর্তীর প্রত্যাবর্তন। চরিত্রের বিস্তারিত এখনও গোপন থাকলেও, শীতের মরশুমে তপন সিনহার প্রিয় অভিনেতার কামব্যাক ঘিরে টলিপাড়ায় কৌতূহল ক্রমশ বাড়ছে।

–

–

–

–

–

–


