বৃহস্পতিবার গভীর রাত থেকে ইয়ুমথাং এবং জিরো পয়েন্টে শুরু হয়েছে তুষারপাত (snowfall)। উত্তর সিকিমের এই দুই জায়গাতে তুষারপাত দেখবার আশায় আসে হাজার হাজার পর্যটক। ২০২৬ এর প্রথম দিনেই তুষারপাত উত্তর সিকিমে। তবে এর আগে ২০২৫ এর ২ ডিসেম্বর তুষারপাত হয়েছিল জিরো পয়েন্টে।
শীতকালের শুরুতেই উত্তর ও পূর্ব সিকিমের উঁচু এলাকাগুলোতে শুরু হয়েছে তুষারপাত। সাদা চাদরে ঢেকে গিয়েছে ইয়ুমথাং এবং জিরো পয়েন্ট। তুষারপাত উপভোগ করতে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করেই পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছে সেইখানে।

উত্তর সিকিমে তুষারপাত উপভোগ করতে গিয়ে বিপত্তিও ঘটেছে। ইয়ুমথাং-এ আটকেও পড়েছেন বাংলার অনেক পর্যটক। জানা যাচ্ছে, বরফে ঢেকে গিয়েছে সব রাস্তাঘাট। ফলে গাড়ি চলাচল প্রায় বন্ধ। আটকে পড়েছেন বহু পর্যটক । বাংলা ছাড়াও আটকে আছেন আরও অন্যান্য রাজ্যের পর্যটকরা। আরও পড়ুন: শ্রীনগর-বারামুল্লা-উরি জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যাহত

বিকাশ ভৌমিক নামে এক পর্যটক জানিয়েছেন, “উত্তর সিকিম থেকে ফেরার সময় দুপুরে তুষারপাতের কারণে গাড়ি আটকে যায়। গাড়ির চাকা স্লিপ করে খাদের ধারে চলে যাচ্ছিল। চালক আমাদের নামিয়ে দেন। প্রায় ৪ ঘণ্টা আমরা হেঁটেছি। উদ্ধার করতে কেউ আসেনি। অবশেষে সামনে একটা ঘর দেখতে পাই। তালা ভেঙে আমরা কিছুক্ষণের জন্য সেখানে ঢুকে প্রাণ বাঁচাই। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে খানিকটা দূরে নিয়ে এসেছে।” উদ্ধারের জন্য প্রশাসনের কাছে সাহায্য চেয়েছে ওই যুবক। অন্যদিকে নেটওয়ার্কের কারণে আটকে পড়া ওই পর্যটকদের সঙ্গে যোগাযোগ করাও কঠিন হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই চিন্তায় পরিবার।
–

–

–

–

–

–

–


