“এবার আমি দিল্লি গিয়েছিলাম, পরেরবার মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। তখন আপনারা কী করবেন?” এসআইআর হেনস্থা নিয়ে শুক্রবার বারুইপুরের সভা থেকে হুঁশিয়ারি দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলেও ফের কটাক্ষ করেন অভিষেক।

অভিষেক বলেন, “আমরা দিল্লিতে কমিশনের দফতরে গিয়েছিলাম। এবার যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।” তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, “আমার সঙ্গে আঙুল তুলে কথা বলছিলেন জ্ঞানেশ কুমার। বাঙালি কী, তা দিল্লিতে (Delhi) গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছি। এর পরে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নির্দেশের পরেও ১০০ দিনের প্রকল্প চালু করেনি বিজেপি (BJP) সরকার। আপনি মনোনীত আর আমরা নির্বাচিত।”
আরও খবর: কেন দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু রণসঙ্কল্প? ব্যাখ্যা দিলেন অভিষেক

বিজেপিও নিশানা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানান, মহারাষ্ট্রে গিয়ে বাংলায় কথা বলার অপরাধে হেনস্থার শিকার হন বালুরঘাটের বাসিন্দা বিজেপির বুথ সভাপতি। গ্রেফতার হন। তা সত্ত্বেও সুকান্ত মজুমদার একটা ফোন করে সাহায্য করেননি, অভিযোগ অভিষেকের। তৃণমূল লড়াই করে বিজেপির সেই বুথ সভাপতিকে বাড়িতে পৌঁছে দিয়েছে। তিনি বলেন, “নিজেদের বুথ সভাপতিকে যে বিজেপি রক্ষা করতে পারে না, তারা বাংলার মানুষকে কী ভাবে রক্ষা করবে? এরা শুধু কাড়তে জানে, দিতে জানে না।”
–

–

–

–

–

–

–


