Friday, January 2, 2026

পানিহাটিতে অঙ্কিত তিওয়ারির অনুষ্ঠানে বাদানুবাদ, প্রাণ হারালেন সোদপুরের তরুণ

Date:

Share post:

শীত পড়তেই বাংলার সব জায়গায় জমজমাট সংগীত অনুষ্ঠান এবং উৎসব। নতুন বছরের শুরুতেই পানিহাটি উৎসব (Panihati Utsab)মেতেছিল বলিউড গায়কের গানে। কিন্তু উৎসবের আনন্দ মুহূর্তেই বদলে গেল বিষাদে।

অনুষ্ঠান চলাকালীন সামান্য নাচানাচিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের  জেরেই প্রাণ হারালেন সোদপুরের ঘোলা এলাকার বাসিন্দা তন্ময় সরকারকে(২৮)।সোদপুরের অমরাবতী মাঠে আয়োজিত পানিহাটি উৎসবের (Panihati Utsab) অন্যতম আকর্ষণ ছিল সংগীত শিল্পী অঙ্কিত তিওয়ারির( Ankit Tiwary)অনুষ্ঠান। ২৮ ডিসেম্বর রাতে সেই গান শোনার ভিড়েই নাচানাচি নিয়ে তন্ময়ের সঙ্গে একদল যুবকের কথা কাটাকাটি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে মাঠে ঝামেলা মিটে গেলেও বিপদ ঘটে অনুষ্ঠান শেষ হওয়ার পর।

এই মর্মান্তিক ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে খড়দা থানার পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে, যাদের বয়স ১৯ থেকে ২২ বছরের মধ্যে। ধৃতদের নাম দীপ অধিকারী, দেবজিৎ দাস, শিবম দাস এবং আকাশ নস্কর।

অভিযোগ, অনুষ্ঠান শেষে তন্ময় যখন একা ফিরছিলেন, তখন তাঁকে নির্জন গলিতে আটকে   রাস্তায় ফেলে এলোপাথাড়ি লাথি ও কিল-চড় মারা হয়। ওই অবস্থায় কোনোমতে বাড়ি ফিরলেও রাত থেকেই শুরু হয় প্রচণ্ড বমি। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে পানিহাটি থেকে সাগর দত্ত এবং শেষে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিন দিন লড়াই করার পর প্রাণ হারান ওই যুবক।

তন্ময়ের পরিবারের দায়ের করা খুনের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে।  ১৯ থেকে ২২ বছর বয়সী চার যুবক ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। উৎসব প্রাঙ্গণে এমন ঘটনায় মেলা কমিটির নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুললেও উৎসব কর্তৃপক্ষের দাবি, এই ঝামেলার সূত্রপাত মেলার সীমানার বাইরে।এক্ষেত্রে কমিটির কোনো দায় নেই। এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ কর্তৃপক্ষ।

spot_img

Related articles

এই হল বিজেপির হিন্দুত্ব! একের পর এক অডিও শুনিয়ে গেরুয়া শিবিরকে নিশানা অভিষেকের

”বাংলাদেশে যে নির্মমভাবে হিন্দুদের মারা যাচ্ছে, দীপু দাসকে খুন করা হয়েছে, তা দেখছেন। আর যার নেতৃত্বে হিন্দুদের মারা...

IWL: শক্তিশালী দলের বিরুদ্ধে দুরন্ত জয়, ইস্টবেঙ্গলের লক্ষ্য এবার দ্বিতীয় রাউন্ড

ইন্ডিয়ান উইমেন্স লিগে(IWL) জয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের(East Bengal)। শুক্রবার ওডিশার দল নীতা এফএ-র বিরুদ্ধে ৫-০ গোলে জিতল লাল...

লালবাজারে পরম-যিশু-শ্রীকান্ত মোহতা: কুরুচিকর আক্রমণে পুলিশের দ্বারস্থ টলিউড

টলিউডে ট্রোলিংয়ের শিকার অভিনেতা থেকে পরিচালক-প্রযোজক পর্যন্ত। এই ঘটনা নতুন নয়। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও তাঁর...

ব্যারেটোর দলের বিরুদ্ধে ড্র রয়্যাল সিটির, জিতল কোপা টাইগার্স

জমজমাট শ্রাচি আয়োজিত   বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)।  শুক্রবার ছিল দুটি ম্যাচ।  হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে দিনের প্রথম...