বিধানসভা নির্বাচনের আগে সারাবাংলা চষে ফেলছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আজ আলিপুরদুয়ার (Alipurduwer) শহর সংলগ্ন মাঝেরডাবরি চা-বাগানের (Tea Garden) মাঠে জনসভা তাঁর। তার আগে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার, চা বাগানের শ্রমিকদের (Tea Worker) সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করবেন অভিষেক। এই প্রথমবার তিনি সরাসরি চা বাগানের (Tea Garden) শ্রমিকদের অভাব-অভিযোগ শুনবেন। সেই কারণে শ্রমিকদের ফর্ম দেওয়া হয়েছে। সেই ফর্মের মাধ্যমে তাঁদের সমস্যার বিস্তারিত তুলে ধরার সুযোগ পাচ্ছেন শ্রমিকরা। এই ফর্মের মাধ্যমে সরাসরি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে তাঁদের বক্তব্য পেশ করতে পারবেন।
আরও খবর: কারচুপি ফাঁসে সফটওয়্যার-তোপ অভিষেকের: পিঠ বাঁচাতে জেলাশাসকদের FIR-নির্দেশ কমিশনের!

সীমিত সময়ের মধ্যে অভিষেক ফর্মগুলি থেকে বেছে নিয়ে যতটা সম্ভব বেশি সমস্যার সমাধানের চেষ্টা করবেন। নির্বাচনের আগে, চা বাগানের শ্রমিকদের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
–

–

–

–

–

–

–


