২০০০ টাকার নোট আগেই বেপাত্তা হয়েছে, এবার কি ৫০০ টাকার নোট বাতিল করতে চলেছে কেন্দ্র? মার্চ মাস থেকে এটিএমে (ATM) পাঁচশো টাকার নোট মিলবে না বলে গুঞ্জন ছড়াতেই আতঙ্কিত আমজনতা। আসল ঘটনা স্পষ্ট করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) ও প্রেস ইনফর্মেশন ব্যুরো (PIB)।

নতুন বছরের শুরু থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট ভিডিওতে দাবি করা হয় যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র তরফে নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এই মূল্যমানের নোট আর ছাপানোই হবে না। ফলে দেশ জুড়ে উদ্বেগ বাড়তে থাকে সাধারণ মানুষের। গুজব বাড়তেই স্পষ্ট বিবৃতি দিল প্রেস ইনফর্মেশন ব্যুরো (PIB)। দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। RBI-এর তরফে এমন কোনও নির্দেশিকা বা ঘোষণা হয়নি। সাধারণ মানুষকে সতর্ক করে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘৫০০ টাকার নোট বন্ধ করা হয়নি। এটি সম্পূর্ণ বৈধ। কোনও তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে সবসময় সরকারি উৎস থেকে তা যাচাই করুন।’ আরবিআই-এর তরফেও এই একই কথা জানানো হয়েছে।

–
–

–

–

–

–

–

–
–


