নিউইয়র্ক শহর সাধারণ মানুষের বাসযোগ্য করার শপথ নিয়েছিলেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। শপথ গ্রহণেও তারই ইঙ্গিত রেখেছিলেন তিনি। সেখানে বার্তা ছিল সাধারণ নিউইয়র্ক (New York) বাসীর জন্য সহজ ও সুলভ পরিবহন ব্যবস্থা তুলে ধরা। তবে সিটি হলে আনুষ্ঠানিক শপথের পরে বাস্তবেই সেই লক্ষ্যে মাঠে নেমে কাজ শুরু মামদানির (Zohran Mamdani)।

নির্বাচনের আগে মূলত তিন লক্ষ্যে এগিয়েছিলেন জোহরান খোয়ামে মামদানি। দুটিই ছিল সাধারণ মানুষের জন্য নিউইয়র্ক শহরকে বাসযোগ্য করা। ধনীদের কর ছাড় ও দরিদ্রদের উপর করের বোঝা চাপিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) যে পথে হেঁটেছেন, তার বিরোধিতাই প্রধান লক্ষ্য ছিল মামদানির। মেয়র পদে শপথ নিয়েই সেই কাজ শুরু করে দিলেন তিনি।

সেই লক্ষ্যে বৃহস্পতিবারই মামদানি স্বাক্ষর করেন তিন চুক্তিতে। তার মধ্যে যেমন রয়েছে, সাধারণ ভাড়াটিয়াদের রক্ষার বার্তা। যেভাবে ভাড়াটিয়ারা ভাড়া দিতে না পেরে প্রবল ঋণে জর্জরিত, তা যাতে আর বাড়তে না পারে, তার জন্য ভাড়া সিজ করার ব্যবস্থা করা হয়। দ্বিতীয়ত, মন্দ চিন্তার বাড়ির মালিকদের থেকে ভাড়াটিয়াদের রক্ষা করতে পদক্ষেপ নেবে নিউইয়র্ক প্রশাসন।
আরও পড়ুন : মধ্যরাতে সাবওয়ে স্টেশনে মামদানি! প্রথমবার কোরানে হাত রেখে শপথ নিউইয়র্কের মেয়রের

সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়, সরকারি বাড়ি তৈরির সিদ্ধান্তে স্বাক্ষর করে। নিউইয়র্ক (New York) প্রশাসনের তরফ থেকে জমি অধিগ্রহণ করা হবে। সেখানে তৈরি হবে সরকারি সুলভ বাড়ি (housing)। সেখানেই শহরের দরিদ্র মানুষ বাসস্থানের সুবিধা পাবেন। চুক্তিতে স্বাক্ষর করার পাশাপাশি তিনি নিজে ভাড়া বাড়িগুলির দুরবস্থা পর্যবেক্ষণ করেও দেখেন এদিনই।

–

–

–

–

–


