Monday, January 26, 2026

বুক চাপড়ে বলুন আমি সনাতনী: অতি-বাম মিঠুনের মুখে রাম আর ‘সিপিএম’!

Date:

Share post:

ছিলেন অতি-বাম। আর এই রাজ্যে যে বামেরাই রামের ভোট ব্যাঙ্ক ভরিয়েছে তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ যেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বাম আমলে ছিলেন হিংসার সমর্থক। রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে নেমে পিঠ বাঁচাতে এখন সনাতনী। এ হেন মিঠুন চক্রবর্তীর মুখে যখন রাম নাম বেমানান লাগবছে তখনই তাঁর মুখ থেকে সিপিএম (CPIM) বেরোতেও বাকি থাকল না। বিজেপির গেরুয়া রঙের আড়ালে বাস্তবেই যে ওয়াশিং মেশিন (BJP washing machine) রাজনীতি, তা আবারও স্পষ্ট করে দিলেন মিঠুন চক্রবর্তী।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে মেরুকরণের জোরদার প্রস্তুতিতে বিজেপির একটা বড় অংশ। এবার তারই শরিক একসময়ের অতিবাম মিঠুন। এক এক দিন এক এক জায়গায় নির্বাচনী প্রচারে গিয়ে তিনি নিজেকে সনাতনী বলে দাবি করছেন তিনি। এমনকি বিজেপি সমর্থকদের জোর গলায় সনাতনী বলে নিজেদের প্রচারের দাবিও জানাচ্ছেন।

রাজ্যের মানুষের কাছে মিঠুনের (Mithun Chakraborty) স্পষ্ট দাবি, সব রাজনৈতিক দলের যাঁরা হিন্দু মানুষ তাঁরা যেন বিজেপিতে যোগ দেন। তবে এই সহজ কথাটা বলতে গিয়ে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল হিসেবে প্রথম তাঁর মনে পড়ল সিপিএমের (CPIM) নাম! জোরের সঙ্গে তিনি এমনভাবে বিরোধীদের আহ্বান করলেন যেন বিজেপির সভাস্থল ভরিয়েছে সিপিআইএম কর্মীরা।

আরও পড়ুন : ওড়িশায় বিধায়কের দাদাগিরি! তাণ্ডব বিডিও অফিসে 

কথায় বলে ঠেলায় পড়লে বিড়াল গাছেও ওঠে। মিঠুন চক্রবর্তীর যেন এখন সেই দশা। কী ছিল তাঁর রাজনৈতিক পরিচয়, ভুলেই গিয়েছেন নকশাল নেতা মিঠুন। বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে তাঁর মুখে এখন শুধুই হিন্দু আর সনাতনী।

spot_img

Related articles

দুটি কিডনি নষ্ট! নন্দীগ্রামের সেবাশ্রয়-এর আশ্রয়ে শুভাশিস, খরচ ৩০ লক্ষ টাকা

মণীশ কীর্তনিয়া নন্দীগ্রাম বয়সের তুলনায় বুড়োটে দেখায় চেহারাটা। নন্দীগ্রাম ২ সেবাশ্রয় ক্যাম্পে রবিবার ভরদুপুরে মাটিতে বসে আছেন শুভাশিস শাসমল। পাশে...

Padma Awards: পদ্মশ্রী সম্মান দুই বিশ্বকাপজয়ী অধিনায়ককে, পদ্মভূষণ অমৃতরাজ

চলতি বছর পদ্ম সম্মানে (Padma Awards) সম্মানিত হচ্ছেন ৯ ক্রীড়াবিদ।  প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে...

চিকিৎসায় নিঃশব্দে ইতিহাস: পদ্মশ্রী স্বীকৃতি সরোজ মণ্ডলকে

তিনি কখনও প্রচারের আলোয় আসতে চাননি। সারাদিন হাসপাতালের ব্যস্ততা আর রোগীদের ভিড় সামলানোই ছিল তাঁর ধ্যানজ্ঞান। কিন্তু কাজই...

প্রসেনজিতের পদ্মশ্রী প্রাপ্তিতে গর্বিত টলিউড, শুভেচ্ছা সতীর্থ থেকে অনুরাগীদের

প্রত্যেক বছরের মত এবারেও সাধারণতন্ত্র দিবসের আগের দিন কেন্দ্রের পদ্ম পুরস্কারের তালিকা ঘোষিত হয়েছে। আর সেখানেই পদ্মশ্রী (Padmashree...