ট্রাম্পের অতর্কিত আক্রমণে আমেরিকার হাতে বন্দী ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। সমঝোতার আড়ালে বারবার আমেরিকার আগ্রাসন যে আর থেমে নেই তা এবার প্রকাশ্যে। এই নিয়ে ফের সরব হয়েছেন কবি-মানবাধিকার কর্মী তসলিমা নাসরিন। আমেরিকার আগ্রাসন ও নৃশংসতা নিয়ে লেখা একটা পুরানো কবিতা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে নিজের স্পষ্ট অবস্থান সম্পর্কে বার্তা দিলেন তসলিমা। বিস্ফোরক কবিতায় তসলিমা (Taslima Nasrin) লিখেছেন, “কবে তোমার লজ্জা হবে আমেরিকা?/ কবে তোমার চেতন হবে আমেরিকা?/ কবে তোমার সন্ত্রাস বন্ধ করবে তুমি আমেরিকা?”

তসলিমা তাঁর কবিতায় সালভাদর, নিকারাগুয়া, চিলি, কিউবা, পানামা, ইন্দোনেশিয়া, কোরিয়া, ফিলিপিন, ইরান, ইরাক, লিবিয়া, মিশর, প্যালেস্তাইন, ভিয়েতনাম, সুদান, আফগানিস্তানের প্রতি হওয়া অন্যায়-নৃশংসতার কথাও তুলে ধরেন। তবে শুধুমাত্র এখন নয়, এর আগেও বাংলাদেশে হাসিনা সরকারের উৎখাত, দিপু দাসের মৃত্যুর মত ঘটনাতে বারবার সরব হয়েছেন এই লেখিকা। আমেরিকাকে নিয়ে এই বিস্ফোরক কবিতা পোস্ট করে তিনি এবারেও অন্যায়ের বিরুদ্ধে তাঁর স্পষ্ট অবস্থানকে বুঝিয়ে দিলেন। আরও পড়ুন: SIR শুনানির হয়রানিতে মৃত্যু বৃদ্ধের: অক্সিজেনের নল নাকে শুনানিকেন্দ্রে!

–
–

–

–

–

–

–



