Wednesday, January 7, 2026

ভারত সেবাশ্রম সংঘের মহারাজের নাম বাদ! ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, সঙ্ঘ জানাল, “দিদির সঙ্গে ছিলাম, আছি, থাকব।”

Date:

Share post:

৪০ বছর আছি, সাধনা করছি, আমার নামও বাদ গিয়েছে- সোমবার, গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের মহারাজের এই অভিযোগ শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মন্দির চত্বর থেকেই এসআইআরে নাম বাদ প্রসঙ্গে বিজেপি ও নির্বাচন কমিশনকে একতির বিদ্ধ করেন তিনি। 

এদিন গঙ্গাসাগর সেতুর শিলান্যাসের পরে ভারত সেবাশ্রম সংঘে (Bharat Sebasram Sangha) যান মুখ্যমন্ত্রী। সেখানে মহারাজদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই জিতেন্দ্র নন্দ মহারাজ জানান, ৪০ বছর আছি, সাধনা করছি । আমার নামও বাদ গিয়েছে। শুনেই উষ্মা প্রকাশ করেন মমতা (Mamata Banerjee)। বলেন, “ভারত সেবাশ্রম সংঘের মহারাজের নাম কেটেছে। সাধারণ মানুষের পাশপাশি সাধু- সন্তদের নাম বাদ গিয়েছে। এটা অন্যায় করছে। বিজেপির ইশারায় যদি কাজ করে কেউ, সেই অন্যায় বরদাস্ত করব না।” 

সঙ্ঘের তরফে জানানো হয়, “দিদির সঙ্গে ছিলাম, আছি, থাকব।” গঙ্গাসাগরকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার পক্ষে সওয়ালও শোনা যায়। মুখ্যমন্ত্রীর পাল্টা বলেন, “আমি আর আবেদন করতে যাব না। জনগণের আদালতেই গঙ্গাসাগর আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।”

সেখান থেকে মুখ্যমন্ত্রী যান কপিলমুনির আশ্রমে। সেখানে পুজো দেন। নিজের হাতে শাড়ি নিবেদন করেন তিনি। পুজোর পরে সেখানে গঙ্গাসাগর মেলা ও সেতু  নিয়ে মমতা বলেন, “মেলা নিয়ে ৭-৮ টা মিটিং হয়েছে। আমি নিজে পরিদর্শন করলাম। একটা টিম তৈরি করে দেওয়া হয়েছে। আশা করছি ১ কোটির মানুষ আসবে।”
আরও খবরমঙ্গলে আদালতে যাবেন, প্রয়োজনে শীর্ষ আদালতেও: SIR হয়রানি নিয়ে হুঙ্কার মমতার

spot_img

Related articles

শীতে মানুষের পাশে পুলিশ: ৩৫০ দুঃস্থকে শীতবস্ত্র প্রদান সন্দেশখালিতে

শীতের প্রকোপে যখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন, তখন মানবিক উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ালো...

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি ২০ জানুয়ারি থেকে, ঘোষণা পর্ষদের

চলতি মাসের ২০ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে বলে জানাল মধ্য শিক্ষা পর্ষদ। ওই...

কলকাতা ও হাওড়ায় বায়ুদূষণ নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে 

কলকাতা ও হাওড়া শহরজুড়ে ক্রমবর্ধমান বায়ুদূষণ রুখতে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আকাশ শর্মা নামে এক...

জনজোয়ারের অপেক্ষায় ইটাহার! অভিষেকের রোড শো ঘিরে উৎসবের মেজাজ উত্তর দিনাজপুরে

বুধবার ইটাহার শহর কার্যত জনজোয়ারে ভাসতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সফরকে ঘিরে...