Wednesday, January 7, 2026

বাংলা সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের রূপরেখা নিয়ে আলোচনা! দিল্লিতে রাজ্য–কমিশন বৈঠক

Date:

Share post:

২০২১ সালে আট দফায় বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতার পর এ বার বাংলায় কত দফায় ভোটগ্রহণ করা যুক্তিযুক্ত হবে, তা নিয়ে সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে প্রাথমিক আলোচনা করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কমিশনের সচিব পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠকে ভোটের দফা কমানোর সম্ভাবনা এবং তার সঙ্গে সঙ্গতি রেখে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তাবও তুলে ধরেন তিনি, কমিশন সূত্রের দাবি।

সূত্রের খবর, রাজ্যের সর্বত্র পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা গেলে বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ রাখা সম্ভব হবে বলে বৈঠকে মত প্রকাশ করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। উল্লেখযোগ্য ভাবে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনে মোট ১০৯৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। তার আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৯৪টি আসনে মোতায়েন ছিল প্রায় ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করেই এ বার ভোটের দফা কমানোর বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানা যাচ্ছে।

যদিও এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাহিনীর প্রাপ্যতা এবং প্রশাসনিক প্রস্তুতি— সব দিক খতিয়ে দেখেই বিধানসভা ভোটের দফা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সোমবারের এই বৈঠকে পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, ত্রিপুরা, কেরালা এবং তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিকরাও উপস্থিত ছিলেন। প্রত্যেক রাজ্যের বিধানসভা ভোট শান্তিপূর্ণ রাখতে কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, সে বিষয়ে তাঁরা কমিশনের সামনে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন। এ দিনের আলোচনায় কমিশনের সচিব পর্যায়ের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আমলারাও। উল্লেখ্য, এই পাঁচটি রাজ্যেই বর্তমানে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলছে। বৈঠকে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে এসআইআর-এর অগ্রগতির বিস্তারিত বিবরণও কমিশনের শীর্ষ কর্তাদের সামনে পেশ করেন মুখ্য নির্বাচনী আধিকারিকরা।

আরও পড়ুন- নির্বিঘ্নে সমাপ্ত বিশ্ব ইজতেমা, তিন দশক পর ঐতিহাসিক সমাবেশের সাক্ষী হুগলি

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

নজিরবিহীন! বিশেষভাবে সক্ষম তরুণীর বয়ানে ধর্ষককে সাজা কোর্টের

সময় লাগলেও অবশেষে বিশেষভাবে সক্ষম তরুণীর (Physically Challenged Women) বয়ানের ওপরেই ভরসা রাখলেন বিচারক। মহারাষ্ট্রের(Mahashatra) ফৌজদারি আদালত সেই...

T20 World Cup: ভারতেই খেলতে হবে, বাংলাদেশের দাবি খারিজ আইসিসির

ভারত থেকে  টি-২০ বিশ্বকাপের( T20  World Cup) ম্যাচ সরানো সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আবেদন খারিজ করে দিল...

রাজ্যে শীতল দিনের শুরু: কুয়াশায় দাপটের দোসর পারদ পতন

দক্ষিণ বঙ্গে শীতল দিনের সতর্কতা ছিলই। বুধবার সকাল থেকে সেই কথা হাড়ে হাড়ে টের পেল দক্ষিণবঙ্গের আট জেলা।...

প্রবল শীতেও জলাশয় ছাড়ছে না জলহস্তী! সঙ্গিনীর শোক নাকি অন্যকিছু, চিন্তায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ 

তাপমাত্রার পারদ নিম্নমুখী, শীতলতম দিন হিসেবে প্রায় রোজই নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে কাঁপছে কলকাতা। কিন্তু এনার কোনও হেলদোল...