Tuesday, January 27, 2026

বাংলা সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের রূপরেখা নিয়ে আলোচনা! দিল্লিতে রাজ্য–কমিশন বৈঠক

Date:

Share post:

২০২১ সালে আট দফায় বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতার পর এ বার বাংলায় কত দফায় ভোটগ্রহণ করা যুক্তিযুক্ত হবে, তা নিয়ে সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে প্রাথমিক আলোচনা করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কমিশনের সচিব পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠকে ভোটের দফা কমানোর সম্ভাবনা এবং তার সঙ্গে সঙ্গতি রেখে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তাবও তুলে ধরেন তিনি, কমিশন সূত্রের দাবি।

সূত্রের খবর, রাজ্যের সর্বত্র পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা গেলে বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ রাখা সম্ভব হবে বলে বৈঠকে মত প্রকাশ করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। উল্লেখযোগ্য ভাবে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনে মোট ১০৯৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। তার আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৯৪টি আসনে মোতায়েন ছিল প্রায় ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করেই এ বার ভোটের দফা কমানোর বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানা যাচ্ছে।

যদিও এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাহিনীর প্রাপ্যতা এবং প্রশাসনিক প্রস্তুতি— সব দিক খতিয়ে দেখেই বিধানসভা ভোটের দফা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সোমবারের এই বৈঠকে পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, ত্রিপুরা, কেরালা এবং তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিকরাও উপস্থিত ছিলেন। প্রত্যেক রাজ্যের বিধানসভা ভোট শান্তিপূর্ণ রাখতে কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, সে বিষয়ে তাঁরা কমিশনের সামনে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন। এ দিনের আলোচনায় কমিশনের সচিব পর্যায়ের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আমলারাও। উল্লেখ্য, এই পাঁচটি রাজ্যেই বর্তমানে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলছে। বৈঠকে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে এসআইআর-এর অগ্রগতির বিস্তারিত বিবরণও কমিশনের শীর্ষ কর্তাদের সামনে পেশ করেন মুখ্য নির্বাচনী আধিকারিকরা।

আরও পড়ুন- নির্বিঘ্নে সমাপ্ত বিশ্ব ইজতেমা, তিন দশক পর ঐতিহাসিক সমাবেশের সাক্ষী হুগলি

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

প্রধানমন্ত্রীর ‘অপপ্রচারের’ জবাব দিতে বুধে সিঙ্গুরে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর! তুলে দেবেন ‘বাংলার বাড়ি’-র টাকা

প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সফরের রেশ কাটতে না কাটতেই এবার সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপির কুৎসার জবাব দিতে চলেছেন...

ভোটার তালিকা সংশোধনের নামে হয়রানির অভিযোগ! এবার শীর্ষ আদালতের দ্বারস্থ কবি জয় গোস্বামী

বাঙালির পদবি লেখার ধরন কি তার ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণ হতে পারে? নির্বাচন কমিশনের 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' বা যুক্তিহীন...

আইন ভেঙে মাইক্রো-অবজার্ভার নিয়োগ! ভোটারদের নাম কাটতে কমিশনের কারচুপিকে চ্যালেঞ্জ তৃণমূলের

শুধুমাত্র বাংলার ক্ষমতা দখল করার জন্য নির্বাচন কমিশন কতটা নিচে নামতে পারে, ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে...

ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জমি হস্তান্তরের নির্দেশ হাই কোর্টের

জমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যে যে জায়গাগুলির টাকা দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং অধিগ্রহণ পর্বও মিটে গিয়েছে, কিন্তু জমি...