Tuesday, January 6, 2026

ট্রাম্পকে সন্তুষ্ট করতে হয়! ভারতের উপর আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি

Date:

Share post:

ভেনেজুয়েলা দখলের পরে ফের এক জটিল অঙ্কের খেলায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কথা নেই বার্তা নেই, ভারতের উপর হঠাৎ রাগ দেখানো শুরু ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। নতুন করে ভারতের উপর শুল্ক (tariff) চাপানোর দাবি করলেন ট্রাম্প। এবং স্পষ্ট জানালেন ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে হবে। ফের একবার প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) সামন্ততান্ত্রিক চেহারা।

রাশিয়া থেকে তেল (crude oil) কেনা নিয়ে ভারত-আমেরিকা দ্বন্দ্ব অব্যাহত। নতুন করে রাশিয়া থেকে তেল কেনার চুক্তিও করেছে ভারত। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ঘুরে গেছেন ভারতে। অথচ সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সেভাবে নতুন চুক্তির পথে হাঁটেনি ভারত। তাতে কী এবার আঁতে ঘা লেগেছে ডোনাল্ড ট্রাম্পের? দীর্ঘ প্রায় ছয়মাস পরে নতুন করে ভারতের উপর শুল্কের ঘোষণায় সেই সম্ভাবনাও উঁকি দিচ্ছে।

ভেনেজুয়েলা দখল করেছেন আটচল্লিশ ঘন্টাও হয়নি। নতুন করে শুল্কের প্রসঙ্গ ট্রাম্পের মুখে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি পছন্দ করি। তিনি ভালো লোক। কিন্তু তিনি জানেন আমেরিকা খুশি নয়। এবং আমাকে খুশি করা অত্যন্ত জরুরি। রাশিয়া থেকে তেল (Russian crude oil) কেনা কমানো হয়নি। আমরা তাদের উপর আরও শুল্ক চাপাতে চলেছি।

আরও পড়ুন : যুদ্ধবাজ চরিত্রে শুধু ট্রাম্পের লাভ: প্রতিবাদে শতাধিক শহরে পথে মার্কিন নাগরিকরা

আমেরিকা জোর করে ভেনেজুয়েলা দখল করার পর বিশ্বের প্রথম রাষ্ট্র হিসাবে রাশিয়া আমেরিকার সমালোচনায় সরব হয়েছিল। কিন্তু কোনওভাবেই পুতিনের নাগাল পাচ্ছেন না ট্রাম্প। এই পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে রাশিয়াকে আঘাত করা ছাড়া আর কোনও উপায় নেই আমেরিকার কাছে। রাশিয়ার অর্থের অন্যতম যোগানদার তাদের তেলের ক্রেতা ভারত। তাই ভারতের উপর চাপ বাড়িয়ে রাশিয়াকে বার্তা দিতে চাইছেন ট্রাম্প, ধারণা রাজনৈতিক মহলের।

spot_img

Related articles

আজ বীরভূমে অভিষেকের সভা, তারাপীঠে পুজো দিয়ে সোনালির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা !

রাজ্যজুড়ে 'আবার জিতবে বাংলা' কর্মসূচি নিয়ে বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) কয়েক মাস আগেই ভোটের ময়দানে নেমে...

চা-বাগানের শিশুসাথী: মুখ্যমন্ত্রীর উদ্যোগে চা-বাগানে স্কুলবাস, নিরাপদ পথে পড়ুয়ারা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগেই বাস্তবায়িত হল চা-শ্রমিক সন্তানদের বহু দিনের দাবি। ঝুঁকিপূর্ণ যাতায়াতের অবসান ঘটিয়ে নির্দিষ্ট...

রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদল! বদলি ২৬ আধিকারিক

রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদল করা হল। একযোগে আইপিএস ও ডব্লিউবিপিএস ক্যাডারের মোট ২৬ জন আধিকারিককে বদলি করে...

শালীনতা বিসর্জন! বিরোধী দলনেতাকে কড়া আক্রমণ কুণালের

ফের শালীনতা ছাড়ালেন বিরোধী দলনেতা! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) 'অশালীন' মন্তব্যের তীব্র বিরোধিতা করে এবার আক্রমণের...