রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদল করা হল। একযোগে আইপিএস ও ডব্লিউবিপিএস ক্যাডারের মোট ২৬ জন আধিকারিককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ সার্ভিস সেলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, জনস্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দায়িত্ব গ্রহণের দিন থেকেই তা কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মেদিনীপুর রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়ালকে রাজ্য সিআইডি-র আইজিপি পদে নিয়োগ করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে অরিজিৎ সিনহাকে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি পদে বহাল রাখা হয়েছে। পাশাপাশি তাঁর উপর জঙ্গলমহল ব্যাটালিয়নের অতিরিক্ত দায়িত্বও ন্যস্ত করা হয়েছে। কালিম্পংয়ের পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডেকে উত্তরবঙ্গ গোয়েন্দা বিভাগের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়াও একাধিক পুলিশ কমিশনারেট ও জেলায় ডেপুটি কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপার স্তরে রদবদল হয়েছে। হাওড়া, বিধাননগর, ব্যারাকপুর, চন্দননগর, আসানসোল–দুর্গাপুর, শিলিগুড়ি-সহ বিভিন্ন এলাকায় নতুন করে আধিকারিকদের দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
হাওড়া পুলিশ কমিশনারেটের কেন্দ্রীয় বিভাগ, সদর দফতর এবং ট্রাফিক শাখায় একাধিক আধিকারিকের নতুন নিয়োগ করা হয়েছে। একই ভাবে বিধাননগর পুলিশ কমিশনারেটেও গোয়েন্দা ও ট্রাফিক বিভাগে দায়িত্ব বদল করা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, আইনশৃঙ্খলা ও কাজের গতি আরও মজবুত করতেই এই রদবদল করা হয়েছে।

আরও পড়ুন- শালীনতা বিসর্জন! বিরোধী দলনেতাকে কড়া আক্রমণ কুণালের

_

_

_

_

_
_


