Tuesday, January 27, 2026

ডবলইঞ্জিনের হরিয়ানায় ৮ বছরে ৪০৫ দিন প্যারোলে মুক্ত রাম রহিম!

Date:

Share post:

ফের সোমবার প্যারোলে ৪০ দিনের জন্য মুক্তি পেলেন ধর্ষণে সাজা প্রাপ্ত ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম (Dera Sacha Sauda chief Gurmeet Ram Rahim)। ধর্ষণ ও খুনের অভিযোগে ২০ বছরের জেল হেফাজত হয়েছে রাম রহিমের। সরকারি আনুকূল্যে ২০১৭ সালে সাজা ঘোষণার পর এই নিয়ে ৯ বছরে ১৫ বার জেলের বাইরে এসেছেন তিনি। হরিয়ানার সুনারিয়া গ্রামের জেলা জেল থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে বেলা প্রায় ১১টা ৪৫ মিনিট নাগাদ একটি এসইউভিতে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। এই সময় তিনি সিরসায় ডেরা সদর দফতরে থাকবেন। এ নিয়ে গত আট বছরের জেল মেয়াদের ৪০৫ দিন তিনি জেলের বাইরে কাটাতে চলেছেন।

৫৭ বছরের স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম। ২০০২ সালে ডেরা সচ্চা সৌদার রাজ্য কমিটির সদস্য রণজিৎ সিং খুনের মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। যদিও চলতি বছরের মে মাসে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ওই মামলায় তাঁকে বেকসুর খালাস দেয়। তবে আশ্রমের ভিতরে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে দোষী সাব্যস্ত হয়ে ২০ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করছেন তিনি। এছাড়াও, সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুনের মামলায় ২০১৯ সালে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে আদালত। আরও পড়ুন: ভোগান্তির শিকার! SIR-এর ডাক সাংসদ-অভিনেতা দেবকে, শুনানিতে অভিনেতা দম্পতি কৌশিক-লাবনী

বর্তমানে রোহতকের সুনারিয়া জেলে বন্দি রয়েছেন রাম রহিম। কিন্তু খাতায় কলমে তিনি জেল বন্দি থাকলেও বাস্তবে বেশিরভাগ সময়ই সরকারের আনুকূল্যে জেলের বাইরে বেশ আরামেই থাকছেন ধর্ষক-খুনি। হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে সিরসা এলাকায় রামরহিমের ডেরার প্রচুর সংখ্যক ভক্ত থাকায় ভোটব্যাঙ্ক কায়েম রাখতেই প্রভাবশালীদের তত্ত্বাবোধনে বারবার জেল মুক্তি ঘটে স্বঘোষিত ধর্মগুরুর। এবার মুক্তির কারণ হিসেবে ডেরার দ্বিতীয় গুরু সৎনাম সিংয়ের জন্মবার্ষিকীকে সামনে রেখেই প্যারোল মঞ্জুর করা হয়েছে।

spot_img

Related articles

রাজ্যে SIR-র বৈধতার প্রশ্ন: হাই কোর্টে নতুন মামলা দায়ের

সুপ্রিম কোর্টে রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক মামলা চলছে। আগামী সপ্তাহে তার শুনানি রয়েছে। এরই মধ্যে কলকাতা হাই...

ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জমি হস্তান্তরের নির্দেশ হাই কোর্টের

জমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যে যে জায়গাগুলির টাকা দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং অধিগ্রহণ পর্বও মিটে গিয়েছে, কিন্তু জমি...

নবান্নের সামনে ধরনা: শুভেন্দুদের মামলার রায় স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ

নবান্নের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে পারবেন কি বিজেপি বিধায়করা? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা এই...

সংশোধনাগারে অতিরিক্ত বন্দি নিয়ে প্রশ্ন হাই কোর্টের! রাজ্যের কাছে রিপোর্ট তলব

পর্যাপ্ত জায়গার তুলনায় অধিক সংখ্যক বন্দি এবং রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে বন্দী মুক্তি নিয়ে কারা বিভাগের ভূমিকায় অসন্তুষ্ট...