যুব বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi,)দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন টিনএজার তারকা।

দ্বিতীয় একদিনের ম্যাচে ২৪৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নামে ভারতীয় যুব দল। শুরু থেকেই বিধ্বংসী ব্যাটি করেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। একের পর এক দুরন্ত শট খেলতে থাকেন তিনি। ওপনিং জুটি ঝোড়ো ৫০ রানের পার্টনারশিপও করে।

মাত্র ১৯ বলে বৈভব নিজের অর্ধশতরান পূরণ করেন। যদিও এরপর বৈভব আর শতরানের করতে পারলেন না। ২৪ বলে ৬৮ রান করে আউট হলেন। এই ইনিংসে বৈভব ১০ ছক্কা এবং একটি বাউন্ডারি হাঁকিয়েছেন।বৈভবের স্ট্রাইক রেট ২৮৩। বৃষ্টির জন্য খেলা থমকে যায়। শেষ পর্যন্ত ডিএলএস মেথডে ভারত জয় পায়।
বৈভবের দাপটে লাইন-লেংথ ঠিক রাখতে পারেননি দক্ষিণ আফ্রিকার বোলারেরা। কয়েকদিন পরই শুরু হবে যুব বিশ্বকাপ তার আগে বৈভবের এই ফর্ম স্বস্তি দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ।এই সিরিজে অধিনায়কত্ব করছেন বৈভব।

–

–

–

–

–



