ভোটের আগে তৃণমূল কংগ্রেসের সব গোপন নথি হাতাতে আইপ্যাকের দফতরে ইডি হানা। আইপ্যাকের সল্টলেকের দফতরে এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির এই অভিযানের পরেই কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সরব হলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।

এই ঘটনার প্রতিবাদে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এক্স মাধ্যমে লেখেন, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজ করা সংস্থা আইপ্যাকের দফতরে ইডি হানা দিয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজে আইপ্যাকের (I Pac) সদর দফতরে পৌঁছেছেন। বিধানসভা নির্বাচন শুরু হওয়ার আগেই ফের সক্রিয় হয়েছে ইডি। তাঁর দাবি, বিজেপি যে বাংলায় পুরোপুরি হারতে চলেছে, এই অভিযানই তার প্রমাণ। নির্বাচনের আগে বিরোধী দলগুলিকে চাপে রাখতে এবং রাজনৈতিক ভাবে দুর্বল করার উদ্দেশ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ আখিলেশের।

আরও পড়ুন – ছাত্রীকেই যৌন হেনস্থা, সোনাজয়ী শুটারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
_

_

_

_

_

_

_
_


