গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক কোটি ১০ লক্ষেরও বেশি কৃষক ও বর্গাদারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাঠানোর প্রক্রিয়া শুরু করেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই পর্যায়ে কৃষকবন্ধু প্রকল্পের আওতায় মোট প্রায় ৩০ হাজার ৩৫ কোটি টাকা কৃষক ও বর্গাদারদের অ্যাকাউন্টে পৌঁছবে। চাষের খরচ মেটানো এবং কৃষিকাজে স্থায়িত্ব আনার লক্ষ্যেই এই প্রকল্পের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের কৃষক ও বর্গাদারদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করাই কৃষকবন্ধু প্রকল্পের মূল উদ্দেশ্য। কৃষিকাজ রাজ্যের অর্থনীতির অন্যতম ভিত্তি উল্লেখ করে তিনি জানান, কৃষকদের পাশে দাঁড়ানো রাজ্য সরকারের অগ্রাধিকার। ভবিষ্যতেও এই ধরনের আর্থিক সহায়তা অব্যাহত রাখা হবে বলেও তিনি আশ্বাস দেন। রাজ্য প্রশাসনের মতে, কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছনোর ফলে চাষের সময় প্রয়োজনীয় খরচ মেটাতে সুবিধা হবে এবং কৃষকদের উপর আর্থিক চাপ অনেকটাই কমবে।
আরও পড়ুন- স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

_

_

_

_

_

_
_


