Friday, January 30, 2026

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

Date:

Share post:

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক কোটি ১০ লক্ষেরও বেশি কৃষক ও বর্গাদারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাঠানোর প্রক্রিয়া শুরু করেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই পর্যায়ে কৃষকবন্ধু প্রকল্পের আওতায় মোট প্রায় ৩০ হাজার ৩৫ কোটি টাকা কৃষক ও বর্গাদারদের অ্যাকাউন্টে পৌঁছবে। চাষের খরচ মেটানো এবং কৃষিকাজে স্থায়িত্ব আনার লক্ষ্যেই এই প্রকল্পের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের কৃষক ও বর্গাদারদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করাই কৃষকবন্ধু প্রকল্পের মূল উদ্দেশ্য। কৃষিকাজ রাজ্যের অর্থনীতির অন্যতম ভিত্তি উল্লেখ করে তিনি জানান, কৃষকদের পাশে দাঁড়ানো রাজ্য সরকারের অগ্রাধিকার। ভবিষ্যতেও এই ধরনের আর্থিক সহায়তা অব্যাহত রাখা হবে বলেও তিনি আশ্বাস দেন। রাজ্য প্রশাসনের মতে, কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছনোর ফলে চাষের সময় প্রয়োজনীয় খরচ মেটাতে সুবিধা হবে এবং কৃষকদের উপর আর্থিক চাপ অনেকটাই কমবে।

আরও পড়ুন- স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...

পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল...

নিরাপদ খাদ্যের অঙ্গীকারে রাজপথে দৌড়, উন্মোচিত হল ‘মুক্তি’-র টি-শার্ট ও মেডেল

থালায় রাসায়নিকমুক্ত খাবার এবং শরীরে সুস্থতার স্পন্দন; এই দুই লক্ষ্যকে সামনে রেখে কলকাতায় হয়ে গেল রান ফর সেফ...

‘আমার চেয়ে কম জানে না’: আলাপনের নতুন বই ‘বাঙালির মন’ প্রকাশ করে অকপট শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এক অন্যরকম সাহিত্যিক আড্ডার সাক্ষী থাকল পাঠককুল। ২৯ জানুয়ারি প্রকাশিত হলো বিশিষ্ট প্রাবন্ধিক ও...