পুণ্যার্থীদের সুবিধার্থে এ বারও সেজে উঠেছে গঙ্গাসাগর মেলার কলকাতা ট্রানজিট পয়েন্ট। প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য মেলার ব্যবস্থা ও তার যাতায়াতের প্রস্তুতি খতিয়ে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, বৃহস্পতিবার বিকেলে আউটরাম ঘাটে এই ট্রানজিট পয়েন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে আজ এই খবর জানানো হয়েছে।
প্রতি বছরই গঙ্গাসাগর মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের ভিড় সামলাতে এবং তাঁদের প্রয়োজনীয় পরিষেবা দিতে এই ট্রানজিট পয়েন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল ৪টে ১৫ মিনিটে মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছবেন। মেলা শুরুর আগে প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি পুণ্যার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকেই মূলত এই ট্রানজিট পয়েন্টটি তীর্থযাত্রীদের ব্যবহারের জন্য পুরোদমে চালু হয়ে যাবে। আগতদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এ বারও পর্যাপ্ত পুলিশি প্রহরার পাশাপাশি শৌচালয়, পানীয় জল ও অস্থায়ী বিশ্রামের জায়গা প্রস্তুত রাখা হয়েছে প্রশাসনের তরফে।
আরও পড়ুন- বাসযাত্রীদের নিরাপত্তা জোরদার করতে নয়া নির্দেশিকা জারি রাজ্যের
_
_
_

_
_

_
_
_


