বৃহস্পতিবার বিকেলে ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে(Bhutia Market) অগ্নিকাণ্ড (Fire)ঘিরে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু ঠিক কী কারণে আগুন লাগল, সে বিষয়ে কিছু এখনও জানা যায়নি। ৫৫টি দোকান একেবারেই ভষ্মীভূত হয়ে যায়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।

উল্লেখ্য, গত বুধবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ আনন্দপুর থানার অন্তর্গত নোনাডাঙা বস্তি সংলগ্ন এলাকায় আগুন লেগে যায়। আগুন এতটাই তীব্র ছিল যে বহু দূর থেকেও স্পষ্ট দেখা যায়। তারপরে বৃহস্পতিবার নিউ টাউনের একটি বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে।

এদিন বিকেল ৪টে ৪২ মিনিটে দমকলের কাছে ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে (Bhutia Market) আগুন লাগার খবর যেতেই ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নেবানোর কাজ শুরু করে। ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে মূলত শীতবস্ত্র বিক্রি হয়। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তারপরেও আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতার সঙ্গে কাজ শুরু করা হয়েছে।
স্বাভাবিকভাবেই এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে নিউটাউনের এক বহুতলে আগুন লাগে এবং সেখানে একটি সংস্থার অফিসও রয়েছে। বহুতলের উপরে যাওয়ার সিঁড়ি বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। দীর্ঘ ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে।

–

–

–

–

–

–


