কোচের বিরুদ্ধে যৌন হেনস্থা অভিযোগ করলেন শুটার। পিঠে ম্যাসাজ করে দেওয়ার নাম করে নাবালিকাকে যৌন হেনস্তা করেন যুব কমনওয়েলথ গেমসে সোনা জয়ী শুটার অঙ্কুশ ভরদ্বাজ (Ankush Bharadwaj )। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন তাঁর ছাত্রী। ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে অঙ্কুশকে।

ফরিদাবাদে একটি হোটেলে ১৭ বছর বয়সী ওই মহিলা শুটারকে যৌন হেনস্থার অভিযোগে উঠেছে কোচের বিরুদ্ধে। ওই শুটারের পরিবার বিস্তারিত জানিয়ে থানায় অভিযোগ করেছে। বৃহস্পতিবার তারপরেই প্রকাশ্যে এসেছে ১৭ বছর বয়সি নির্যাতিতার বয়ান।

অভিযোগকারিনী জাতীয় পর্যায়ের শুটার। তিনি জানিয়েছে, গত ১৬ ডিসেম্বর দিল্লিতে একটি প্রতিযোগিতায় অংশ নেন। ম্যাচ শেষে ফেরার সময়ে অঙ্কুশ তাঁকে হোটেলে যেতে বলেন। পারফরম্যান্স নিয়ে আলোচনা করার অছিলায় হোটেলের ঘরে নিয়ে যাওয়া হয় নাবালিকাকে। পিঠে মালিশ করার নামে যৌন হেনস্থা করেন।
অভিযোগের ভিত্তিতে অঙ্কুশের((Ankush Bharadwaj ) বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। মঙ্গলবার একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, ২০০৮ সালের যুব কমনওয়েলথ গেমসে সোনা জিতলেও অতীতে কেলেঙ্কারিতে জড়িয়েছেন অঙ্কুশ। ২০১০ সালে ডোপ করে নির্বাসিত হন।

–

–

–

–



