রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়তে পারে ভারতের গায়ে। ভ্লাদিমির পুতিনকে বাণিজ্যিকভাবে কোণঠাসা করতে এবার ভারত ও চিনের মতো দেশের ওপর নজিরবিহীন শুল্কের বোঝা চাপানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের সাফ কথা, রাশিয়ার তেলের বাজার ধ্বংস করে তাদের যুদ্ধ করার আর্থিক ক্ষমতা কমিয়ে দেওয়া। আর সেই লক্ষ্যেই রুশ তেল আমদানিকারক দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর বিলে সবুজ সংকেত দিয়েছেন ট্রাম্প।

সম্প্রতি মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই সংক্রান্ত একটি কঠোর আইন আনার বিষয়ে সম্মতি দিয়েছেন। তাঁর মতে, ইউক্রেন যখন শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, পুতিন তখন নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা করে চলেছেন। এই পরিস্থিতিতে রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতেই এই ‘শাস্তিমূলক’ পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প। আগামী সপ্তাহের শুরুতেই এই বিলটি নিয়ে ভোটাভুটির সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন: ফের নৃশংস যোগীরাজ্য! উদ্ধার মহিলার আধপোড়া-অর্ধ নগ্ন দেহ

ভারত , ২০২১ সাল পর্যন্ত রাশিয়ার থেকে খুব সামান্য তেল কিনলেও, ইউক্রেন যুদ্ধ শুরুর পর ছবিটা বদলে যায়। পশ্চিমি দেশগুলো মুখ ফিরিয়ে নেওয়ায় রাশিয়া কম দামে তেল বিক্রি শুরু করে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে বর্তমানে মস্কো ভারতের অন্যতম প্রধান তেল সরবরাহকারী। এখন যদি আমেরিকার এই বিল পাশ হয়ে যায়, তবে সস্তায় রুশ তেল কেনার বদলে উল্টে বিশাল অংকের শুল্ক গুনতে হতে পারে দিল্লিকে, যা আন্তর্জাতিক বাজারে ভারতের জন্য বেশ চিন্তার বিষয়।
–

–

–

–

–

–

–


