Saturday, January 31, 2026

মোদি রাজ্যে অমিতাভকে হেনস্থা! ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে 

Date:

Share post:

নরেন্দ্র মোদি – অমিত শাহের গুজরাটে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (indian street premier league) তৃতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কাণ্ডজ্ঞানহীন ভক্তদের ভিড়ে নাজেহাল অবস্থা বিগ বি-র। তাঁকে একবার দেখতে অনুরাগীদের মধ্যে এতটাই ধাক্কাধাক্কি শুরু হয় যে অমিতাভ-বন্ধু সুনীল শাহের আবাসনের প্রবেশদ্বারের মেন গেট ভেঙে পড়ে। পদপিষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।কোনওমতে মেগাস্টারকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।

শুক্রবার লাল ভাই কনট্রাক্টর স্টেডিয়ামে যাওয়ার আগে সুরাটের পাল এলাকার কাসা রিভেরা নামে এক বিলাসবহুল আবাসনে বন্ধুর সঙ্গে দেখা করতে যান অমিতাভ। তাঁর আসার খবর জানাজানি হতেই মুহূর্তে ভিড় জমে যায়, শুরু হয় ধাক্কাধাক্কি। উন্মত্ত জনতাকে করজোড়ে শান্ত থাকার অনুরোধ করেন বর্ষীয়ান অভিনেতা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। আবাসনের প্রবেশপথের কাচ ভেঙে চুরমার হয়ে যায়। ভিড়ের ঠেলায় সাময়িকভাবে আটকে পড়েন খোদ মেগাস্টার। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। কোনওমতে অভিনেতাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল (সত্যতা যাচাই করা হয়নি)। যেভাবে অমিতাভকে হেনস্থার মুখে পড়তে হয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে নেটপাড়া। কেউ কেউ আবার বলছেন ভক্তদের ভালবাসার ঠেলায় প্রাণ ওষ্ঠাগত হওয়াটা সেলিব্রেটিদের কাছে নতুন কিছু নয়। তবে গুজরাটে যেটা ঘটল সেটা সত্যিই নিন্দনীয়। গোটা ঘটনা নিয়ে অমিতাভ বচ্চনের তরফে এখনও অফিসিয়াল কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

spot_img

Related articles

সরস্বতী পুজো বন্ধ করা মাঠেই অমিত শাহর সভা! বাংলা-বিরোধীদের ধুইয়ে দিল তৃণমূল

শাহর সভা শুরুর আগেই তার আসল চেহারা বাংলার সামনে তুলে ধরল বাংলার শাসক দল। যে অমিত শাহ ২০১৪...

নজরে বিধানসভা ভোট, রাতেই বঙ্গ বিজেপির নেতাদের ক্লাস নিলেন শাহ

বাংলায় বেজে গিয়েছে ভোটের দামামা। দিল্লি থেকে যাতায়াত শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা(Amit Shah)।  শুক্রবার রাতে ফের...

বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তে NIA, গঠিত হচ্ছে বিশেষ দলও

মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তভার হাতে নিল এনআইএ(NIA)। এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগেই ব্যাপক...

কুলপিতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল অ্যাসবেস্টসের শেডও

মধ্যরাতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি(Kulpi) থানার অন্তর্গত ছামনাবনি গ্রামে। স্থানীয় তৃণমূলের...