সারা দেশে পরিবর্তন হলেও বাংলায় হয়নি। এবার পরিবর্তন হবে। আর তার জন্য বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) যুক্তি, গোটা দেশে কোথাও বোমা বন্দুক বা খুন যখম নেই। শুধু বাংলাতেই খুনোখুনি। তাই এবার বাংলায় পরিবর্তন হবে।

যেখানে বিজেপির কেন্দ্র সরকারের পরিসংখ্যান জানাচ্ছে, দেশের সবচেয়ে সুরক্ষিত শহর (safest city) কলকাতা। অপরাধ, বিশেষত নারী ঘটিত অপরাধে দেশের শীর্ষে উত্তর প্রদেশ, জানাচ্ছে কেন্দ্রের রিপোর্ট। বাংলায় ভোটে জিততে সেই উত্তর প্রদেশের তুলনা বাংলার সঙ্গে করছেন দিলীপ। উন্নাও বা হাথরসের মতো ঘটনাকে অপরাধ বলে যে বিজেপি স্বীকারই করে না, তাও স্পষ্ট দিলীপের কথায়।

জলপাইগুড়িতে একটি জন সংকল্প সভায় দিলীপ ঘোষ দাবি করেন, অনেক সহ্য করেছি। সারা দেশে পরিবর্তন হল। সারা দেশে কোনও বোম বন্দুক নেই। উত্তরপ্রদেশ, বিহারে আইনশৃঙ্খলা কত ভালো। বাংলায় তেমন শাসনের জন্য পরিবর্তন প্রয়োজন।
বাস্তবে বাংলায় বিজেপির সরকার গঠিত হলে বাংলার মানুষের কি পরিণতি হবে তাও দিলীপ ঘোষের কথা স্পষ্ট। তিনি দাবি করেন, উত্তরপ্রদেশ, দিল্লি, অসমে অপরাধ করলে মুখ্যমন্ত্রীরা অপরাধীদের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার (bulldoze) নির্দেশ দেন। কোর্টের বিচারে ফাঁসি হবে। নাহলে সরকার গুঁড়িয়ে দেবে। অর্থাৎ নিজের কথাতেই দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন বিজেপি শাসিত রাজ্যে কীভাবে মুখ্যমন্ত্রীরা আইনের ঊর্ধ্বে উঠে মানুষের উপর অত্যাচার করে।

আরও পড়ুন : মে মাস পর্যন্ত রেড নয়! ১২ বছরে উড়ান দিতে না পারা বিজেপির সভাপতির বার্তা

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সব নেতারা এদিক ওদিক ছোটাছুটি করছেন ভোট ধরতে। আর এই নির্বাচনের গুরুত্ব বিজেপির কাছে কতটা, জলপাইগুড়ির সভায় বোঝালেন দিলীপ। তিনি স্পষ্ট জানান, এবারের লড়াই জোরদার হবে। আর-পার হবে। জলপাইগুড়ি জেলায় সবকটা আসন জিততে মাঠে নামতে হবে।

–

–

–

–


