একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা দিতে তৈরি পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee) সংলাপ বিতর্ককে ব্যাকফুটে ফেলে সিনেমার ট্রেলার ঘিরে উন্মাদনা নবীন প্রজন্মের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং অভিযোগ থেকে দাবাং পুলিশের রগরগে ডায়লগ- দু মিনিট চল্লিশ সেকেন্ডের টানটান ট্রেলার প্রকাশ পেতেই রাজ ও শাশ্বতকে নিয়ে মাতোয়ারা নেটভুবন। ‘আবার প্রলয়’ মেজাজেই নিজের চেনা স্টাইলে ক্যারিশমা দেখাতে তৈরি পরিচালক।


শিক্ষাপ্রতিষ্ঠানের অন্দরে ক্রমাগত ব্যাধির মতো ছড়িয়ে পড়া ‘র্যাগিং কালচার’ কীভাবে শেষ করে দিতে পারে এক নবাগত ছাত্রের জীবন আর তার জেরে সমাজিক আর রাজনৈতিক পটভূমিতে কতটা কলরব ছড়িয়ে পড়তে পারে তার ঝলক মিলেছে ট্রেলারে।


‘অনিমেষ দত্ত’র নস্ট্যালজিয়া ফিরিয়ে মুগ্ধ করেছেন ‘ক্ষুদিরাম চাকী’ রূপে ধরা দেওয়া শাশ্বত। সোশ্যাল মিডিয়ায় (Social media) যেভাবে তাঁর প্রশংসা হচ্ছে, কে বলবে দুদিন আগে পর্যন্ত এই চরিত্রের নাম নিয়ে সংলাপ বলাতে বিতর্কের ঝড় উঠেছিল।

শহরের নামি বিশ্ববিদ্যালয়ে ছাত্রের আকস্মিক মৃত্যুর পর শিক্ষাপ্রতিষ্ঠানে ধুন্ধুমার পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ। তারপর শুরু হয় আসল খেলা।


টানটান ট্রেলারে জমজমাট সিনেমার আভাস দিয়েছে ‘হোক কলরব’ (Hok Kolorob)। এখন অপেক্ষা সিনেমা মুক্তির।

–

–

–

–

–
–
–
–


