রবিবার থেকে বরোদায় শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ কিন্তু ভারতীয় ক্রিকেট সার্টিকে টি২০ বিশ্বকাপের প্রবল বাতাস বইতে শুরু করেছে। তাই একদিনের ম্যাচের আগে সংবাদিক সম্মেলন করতে এসে শুভমান গিলকে টি২০ বিশ্বকাপের( T20 World Cup )দলে না থাকা নিয়ে তিক্ত প্রশ্নের মুখোমুখি হতে হল শুভমান গিলকে(Shubman Gill )।

বরোদায় প্রথম একদিনের ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে বলেন, “যেখানে আমার থাকার কথা, সেখানেই আছি। আমার ভাগ্য লিখন যা আছে সেটাই হবে। তবে একজন ক্রিকেটার হিসাবে সব সময় আশা করি বিশ্বকাপ দলে থাকব এবং দেশকে জেতানোর চেষ্টা করব। তবে আমি নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান করি। তাঁরা তাঁদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন। আমি টি২০ বিশ্বকাপের দলকে শুভেচ্ছা জানাচ্ছি।”

সাম্প্রতিক সময়ে টি২০ ফর্ম্যাটে একেবারেই ছন্দে ছিলেন না গিল (Shubman Gill )। তাঁর ব্যাট থেকে প্রত্যাশিত রান আসছিল না। শেষ পর্যন্ত সহ অধিনায়ককে বাদ দিয়েই বিশ্বকাপের দল বাছেন নির্বাচকরা। তবে তিলক ভর্মা চোট পাওয়ায় গিলকে নিয়ে আশা আলো আছে। তিলক একান্ত খেলতে না পারলে গিলকে নেওয়া হতে পারে আভাস রয়েছে।
–

–

–

–

–

–



