১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়। সেইমতো শনিবার সকাল থেকেই বিশেষ পুজোপাঠ শুরু হয়েছে বেলুড় রামকৃষ্ণ মঠ মিশনে (Ramakrishna Math Ramakrishna Mission)। স্বামীজীর ১৬৪ তম জন্মতিথিতে সকালে মঙ্গলারতির পর বেদপাঠ ও স্তব গান হয়। ভিড় জমিয়েছেন বহু ভক্তরা। বেলুড় মঠ (Belur math) চত্বরে প্রভাত ফেরী করেন রামকৃষ্ণ মিশনের শিক্ষার্থীরা। বর্ণাঢ্য শোভাযাত্রায় স্বামীজীর ছবি সহযোগে ঠাকুরের গান গাইতে গাইতে মন্দির প্রদক্ষিণ করেন সকলে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সব কেন্দ্রেই আজ বিবেকানন্দের জন্মতিথি উৎসব পালিত হচ্ছে।


দিনভর বেলুড় মঠে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে সাধু ও ভক্তবৃন্দ উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করার পর, শুরু হয় ধ্রুপদ ও খেয়াল। এদিন কঠোপনিষদ কাঠের পাশাপাশি স্বামীজীর জীবন নিয়ে লেখা একটি গীতি আলেখ্য অনুষ্ঠিত হবে। দুপুরে রয়েছে ধর্মসভা।



বেলা এগারোটা থেকে সারদা সদাব্রত ভবনে বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। কলকাতার সিমলা স্ট্রিটে বিবেকানন্দের জন্মভিটেতেও চলছে বিশেষ পুজো।
–

–

–

–

–

–

–


