Saturday, January 31, 2026

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

Date:

Share post:

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে মামলায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যকেও পার্টি করেছে ইডি (ED)। সেই মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court) ওঠার আগেই সুপ্রিম কোর্টে রাজ্য। ক্যাভিয়েট (caveat) দাখিল করা হল রাজ্যের তরফে। ইতিমধ্যেই শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতিও রাজ্য নিয়েই নিয়েছে। কোনওভাবেই যাতে এক তরফা মামলা (one sided) না হয়, তারই প্রস্তুতি রাজ্যের।

আইপ্য়াক (IPAC) দফতর ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। তল্লাশির সময় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে। যদিও তদন্তের কাজে বাধার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় ইডি। কিন্তু বৃহস্পতিবার সেই মামলার শুনানি না হওয়া থেকেই কার্যত বিপাকে ইডি আধিকারিকরা। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিও তাদের জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়েছে।

এই পরিস্থিতিতে আধিকারিকদের কোনও রকম গ্রেফতারির পথে যাতে রাজ্য না যেতে পারে তা নিয়ে তৎপরতা ইডির। রাজ্য ও খোদ মুখ্যমন্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছে। ফলে আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশঙ্কায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তা ঠেকাতেই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত শুক্রবারই নিয়েছিল ইডি। সোমবার যাতে সেই মামলা জরুরি ভিত্তিতে শীর্ষ আদালতে শুনানির জন্য ওঠে, তার জন্য শনিবার বা রবিবার তালিকাভুক্ত করার আবেদন করা হবে।

আরও পড়ুন : নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

এই পরিস্থিতিতে এই মামলা যেন কোনওভাবে একপেশে (one sided) না হয়ে যায়, তার জন্যই শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ রাজ্য প্রশাসন। সুপ্রিম কোর্টে দাখিল করা হল ক্য়াভিয়েট। এর ফলে ইডি স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলায় কোনও পদক্ষেপ রাজ্যের বিরুদ্ধে নিতে পারবে না। সুপ্রিম কোর্ট ইডির পাল্টা রাজ্যের বক্তব্যও শুনবে। রাজ্যের স্ট্যান্ডিং তরফে এক তরফা শুনানি ঠেকাতে দাখিল ক্যাভিয়েট।

spot_img

Related articles

নজরে বিধানসভা ভোট, রাতেই বঙ্গ বিজেপির নেতাদের ক্লাস নিলেন শাহ

বাংলায় বেজে গিয়েছে ভোটের দামামা। দিল্লি থেকে যাতায়াত শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা(Amit Shah)।  শুক্রবার রাতে ফের...

বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তে NIA, গঠিত হচ্ছে বিশেষ দলও

মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তভার হাতে নিল এনআইএ(NIA)। এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগেই ব্যাপক...

কুলপিতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল অ্যাসবেস্টসের শেডও

মধ্যরাতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি(Kulpi) থানার অন্তর্গত ছামনাবনি গ্রামে। স্থানীয় তৃণমূলের...

রাজ্য প্রশাসনে একাধিক রদবদল, সচিব পদে পরিবর্তন

ভোটের  আগে রাজ্য পুলিশে বড়সড় রদবদল হয়েছে। পুলিশের পাশাপাশি প্রশাসনেও  বড় রদবদল হয়েছে।  রাজ্য প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ দফতর...