Monday, January 12, 2026

ফের SIR আতঙ্কে মৃত্যু বৃদ্ধার

Date:

Share post:

ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ! মৃত বৃদ্ধার নাম অনিতা বিশ্বাস (৭৫)। তিনি উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া পুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। পরিবারের অভিযোগ, SIR সংক্রান্ত যাবতীয় ফর্ম ফিলআপ করে জমা দেওয়ার পরেও অনিতা বিশ্বাসকে হিয়ারিং-এর জন্য ডাকা হয়। গত ৫ জানুয়ারি তিনি শুনানিতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দেন। তবে শুনানি শেষে প্রশাসনের তরফে স্পষ্ট কোনও আশ্বাস না মেলায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিবারের অন্যান্য সদস্যদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকলেও অনিতার নিজের নাম সেখানে ছিল না। যদিও ১৯৯৫ সালের ভোটার তালিকায় তাঁর নাম নথিভুক্ত ছিল। অজ্ঞাত কারণে ২০০২ সালের ভোটার লিস্ট থেকে তাঁর নাম বাদ পড়ে, তবে পরবর্তীকালে আবার ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়। এবার SIR প্রক্রিয়ার সময় তিনি আগের ও পরের ভোটার কার্ডসহ অন্যান্য বৈধ নথি জমা দেন, কিন্তু ২০০২ সালের ভোটার তালিকা জমা দিতে না পারায় তাঁকে শুনানিতে ডাকা হয় বলে অভিযোগ। আরও পড়ুন: হাওড়া থেকে গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ৩ সদস্য

শুনানিতে গিয়ে সব নথি জমা দেওয়ার পরও প্রশাসনিক কর্তাদের কাছ থেকে সন্তোষজনক উত্তর বা আশ্বাস না পেয়ে তিনি গভীর দুশ্চিন্তায় ভুগতে থাকেন। পরিবারের দাবি, এর দু’দিন পর, ৭ জানুয়ারি তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তড়িঘড়ি তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গতকাল গভীর রাতে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার পর মৃতের পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। সংগঠনিক জেলা সভাপতি বুরাহানুল মুকাদ্দিম শাহনাওয়াজ সরদার, বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, সুভাষ সাহা, বনি ভট্টাচার্য-সহ তৃণমূলের একাধিক নেতা পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

spot_img

Related articles

ইডি তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, লাউডন স্ট্রিটে তদন্ত শুরু পুলিশের

আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। রবিবার...

ব্যক্তির থেকে বড় দল! সরকারি উন্নয়ন প্রকল্পের কথা প্রচার করুন: ডিজিটাল কনক্লেভের মঞ্চ থেকে বার্তা অভিষেকের

ব্যক্তির থেকে বড় দল, ছোটখাটো-মাঝারি নেতা তাঁদের নামে জয়ধ্বনি না দিয়ে দলটাকে ভালবেসে দলের নামে জয়ধ্বনি দেবেন। সোমবার...

নিপা ভাইরাস আতঙ্ক, মোকাবিলায় প্রস্তুত নবান্ন

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দু’জন নার্সের শরীরে নিপা ভাইরাসের (Nipah Virus) উপস্থিতি...

সেনাবাহিনীর ধাঁচে তিন বাহিনী নিয়ে ভোটযুদ্ধে নামবে তৃণমূল: লড়াইয়ের রূপরেখা জানালেন সেনাপতি অভিষেক

দামামা প্রায় বেজে গিয়েছে। ভোট যুদ্ধের প্রতিশ্রুতি শাসক-বিরোধী সব শিবিরে। এই পরিস্থিতিতে লড়াইয়ে রূপরেখা জানালেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক...