নতুন ধরনের গল্প নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী। গ্রাম বাংলার বাস্তব সমস্যার সম্মুখিন মহিলা বা যে কোনও গ্রামের মানুষের কাহিনীকে নতুন আঙ্গিকে তুলে ধরলেন ‘লক্ষ্মী এলো ঘরে’ (Lokkhi Elo Ghore) চলচ্চিত্রের মধ্যে দিয়ে। যেভাবে বর্তমান রাজ্য সরকারের প্রকল্পগুলি (state projects) বাস্তবে মানুষের জীবনকে সহজ করে দিচ্ছে, তা এবার উঠে এলো পরিচালক রাজের (Raj Chakraborty) ৫৫ মিনিটের তথ্যচিত্রের (feature film) মধ্যে দিয়ে। ছবির বিশেষ স্ক্রিনিংয়ে (special screening) বুধবার নন্দনে উপস্থিত ছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

রাজের (Raj Chakraborty) এই তথ্যচিত্রের মুখ্য চরিত্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ও অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। শুভশ্রীকে দেখানো হয়েছে এক কৃষকের স্ত্রী-এর চরিত্রে, যাঁর স্বামী অল্প বয়সে প্রয়াত হন। শাশুড়ির অত্যাচারে তিনি ঘর ছাড়েন সহায় সম্বলহীনভাবে। সেই সময় তাঁর সাক্ষাৎ হয় পঞ্চায়েত দফতরের স্বেচ্ছাসেবকের চরিত্রে থাকা অঙ্কুশের সঙ্গে। অঙ্কুশ এরপর একেরপর এক প্রকল্প পৌঁছে দেন শুভশ্রীকে। শেষ পর্যন্ত সেই সব প্রকল্পের সুবিধায় শুভশ্রী চাষের কাজের সঙ্গে সঙ্গে আত্মনির্ভর হয়ে ওঠেন। পরে তাঁর শাশুড়িকেও স্বাস্থ্য সাথী (Swastha Sathi) প্রকল্পের মধ্যে দিয়ে সহযোগিতা পাইয়ে দিয়ে আবার শ্বশুরবাড়িতেও সসম্মানে নিজের জায়গা করে নেন। এই তথ্যচিত্রে শুভশ্রী, অঙ্কুশ ছাড়াও অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়,সোহিনী সেনগুপ্ত।

আরও পড়ুন : বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস
রাজ্যের প্রকল্পগুলির এই ধরনের প্রচার নিয়ে তথ্যচিত্র ও তাতে বাংলার প্রথম সারির অভিনেতা ও পরিচালকদের যোগদান এই প্রথম। এই উদ্যোগের প্রশংসা করেন অভিষেক। পরবর্তীতে সরকারি প্রকল্পের প্রচারে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে প্রচার চালানো হবে সেখানেও এই তথ্যচিত্র দেখানোর প্রস্তাব করেন তিনি।

এই তথ্যচিত্রে রাজ্যের ৭-৮টি প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে। তার উল্লেখ করে অভিষেক জানান, ২০২১ সালেও বঙ্গ ধ্বনি যাত্রা আয়োজন করে আমরা রাজ্য সরকারের প্রকল্পগুলির প্রচার করেছিলাম। এখানে ৭-৮টি প্রকল্প দেখানো হয়েছে যা মঙ্গলা ও লক্ষ্মীর মতো মানুষের জীবন বদলেছে। শুভশ্রী যে চরিত্রে অভিনয় করেছেন তাতে স্পষ্ট বোঝা গিয়েছে তাঁরা কীভাবে এই প্রকল্প থেকে উপকার পেয়েছেন বহু মানুষ। তবে বাংলায় এরকম আরও প্রকল্প রয়েছে যা কেন্দ্রের সরকারের সহযোগিতা ছাড়াই সম্পূর্ণ স্বাবলম্বী হয়ে এগিয়ে চলেছে। তাই সব রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলের কাছে অনুরোধ, আপনারাও এই প্রকল্পগুলির প্রচার করুন, যাতে সাধারণ মানুষ আরও বেশি করে এর উপকার পান।

–

–

–

–



