বুধবার থেকে শুরু হল ৬৯ তম জাতীয় স্কুল জিমনাস্টিকসের (National School Gymnastics Championships) আসর। সল্টলেক আইবি গ্রাউন্ডে উদ্বোধনী অনুষ্ঠান হয়। স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দফতরের শারীর শিক্ষা ও ক্রীড়া শাখার পরিচালনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে কলকাতায়। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশেষ সচিব ও অ্যাডিশনাল ডাইরেক্টর সুরজিৎ রায়।

অনূর্ধ্ব ১৪,১৭ ও ১৯ বছর বালক ও বালিকা বিভাগের এই প্রতিযোগিতা চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত l সারা দেশের বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের দল সহ মোট ৩১ ইউনিট অংশগ্রহণ করছে l সারাদেশের অনূর্ধ্ব ১৯ বছর বিভাগের ২৯০ জন বালিকা ও ২৪৯ জন বালক অংশগ্রহণ করছে এবং অনূর্ধ্ব ১৭ বছর বালক বিভাগে ১৭১ জন ও বালিকা বিভাগে ২৫০ জন অংশগ্রহণ করছে।

সল্টলেকের সাই কমপ্লেক্স , হাওড়া জেলার ডুমুরজলা স্টেডিয়ামে ও গার্ডেনরিচের বি. এন. আর.স্টেডিয়ামে এই জিমনাস্টিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলা থেকে প্রতিনিধির সংখ্যা ৫৬। এর মধ্যে ২৮ জন মেয়ে ও ২১ জন ছেলে বাংলা জিমন্যাস্টিক দলের প্রতিনিধিত্ব করছে।
যুগ্ম অধিকর্তা বিদ্যালয় শিক্ষা বিভাগ অডিট এন্ড একাউন্ট অনিরুদ্ধ চট্টোপাধ্যায়, উপ-অধিকর্তা গৌরাঙ্গ মন্ডল, শারীর শিক্ষা ও ক্রীড়া শাখা, প্রফেসর ডঃ চিরঞ্জীব ভট্টাচার্য, উপাচার্য সহ মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ও গৌতম পাল উপস্থিত ছিলেন।

–

–

–

–

–



