বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার রাজনীতিতে দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য টাকা আটকে কালকে রয়েছে। ১০০ দিনের বকেয়া কাজের টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন চলছে বহুদিন ধরে। বছরের পর বছর অন্যায়ভাবে বাংলার টাকা আটকে রাখা হয়েছে। কোর্টের নির্দেশের পরেও টাকা ছাড়েনি কেন্দ্র। এই অবস্থায় মনরেগা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)।

ধর্মঘটের জেরে টানা ৪ দিন বন্ধ ব্যাংক পরিষেবা

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পরেও টাকা না দেওয়ার কারণে যে মামলা হয়েছিল, বুধবার তাঁর শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজায় পাল (Sujoy Paul) বলেন, গরিব মানুষই ১০০ দিনের কাজ করেন। তাঁদের হাতে পৌঁছনো জরুরি। ওই অর্থ কিছুতেই আটকে রাখা যাবে না। মনরেগায় যাঁরা কাজ করেছেন তাঁদের টাকার ব্যবস্থা করাই আমাদের সকলের লক্ষ্য। গত বছর অক্টোবরে সুপ্রিম কোর্ট বলেছিল মনরেগায় বাংলার বকেয়া মিটিয়ে দিতে হবে। তারপরেও বাংলার ঘরে টাকা ঢোকেনি।
–

–

–

–

–

–

–
–


