পরিস্থিতি এমনই যে বলিউডে নতুন সিনেমা মানেই প্রশ্ন উঠে আসে গল্পটা সত্যি না কোন বিদেশি সিনেমার নকল! ফের একবার সেই প্রশ্ন উঠল আমির খান (Amir Khan) প্রযোজিত আসন্ন ছবি ‘Ek Din’-কে ঘিরে। দক্ষিণ ভারতের অভিনেত্রী সাই পল্লবীর বলিউডে এটা প্রথম ছবি। সঙ্গে থাকছেন জুনায়েদ খান। কিন্তু বিষয়টা হয়ে গেল অন্যরকম। প্রথম পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মতামত ঘিরে শুরু হয় জোর জল্পনা। এই ছবি নাকি পুরোপুরি একটা থাই সিনেমার নকল!

যদিও বিষয়টা অস্বীকার করা যাচ্ছে না। ‘Ek Din’ থাইল্যান্ডের সুপারহিট রোমান্স-ড্রামা ‘One Day’-এর অফিসিয়াল রিমেক। রিমেক রাইটস কিনে ছবিটি তৈরি হচ্ছে। তবে এর মাঝেই প্রশ্ন উঠছে একটা সময়ে বলিউড (Bollywood) ছিল সোনার খনি। তাহলে কি যত দিন যাচ্ছে বলিউড এতটাই অভাবে ভুগছে যে সবসময় বিদেশি সিনেমা বা অন্য কোন ছবির ওপর নির্ভর করতে হচ্ছে।

প্রসঙ্গত আসল থাই ছবির গল্প এক মহিলার অস্থায়ী স্মৃতিভ্রমে আক্রান্ত হওয়া নিয়ে। তাঁর অসুস্থতার সুযোগে তাঁর সহকর্মী নিজেকে তাঁর প্রেমিক হিসেবে পরিচয় দেন, যদিও মনে মনে তিনি তাঁকে ভালোবাসতেন। অল্প সময়ের জন্য হলেও তাঁর সঙ্গে মনের মত সময় কাটানোর জন্যই এই মিথ্যার আশ্রয় নিয়েছিলেন তিনি। ভালবাসা, স্মৃতিভ্রম আর অপরাধবোধের জটিল সমীকরণ নিয়ে তৈরি হয় ‘One Day’। এবার সেই গল্পের ওপর নির্ভর করে তৈরি হচ্ছে বলিউডের ‘Ek Din’। ছবির প্রযোজনায় থাকছেন আমির খান (Amir Khan) ও পরিচালনায় নবাগত সুনীল পাণ্ডে। যদিও বলা হচ্ছে গল্পের আবেগ একেবারে নতুন রূপে ধরা দেবে ভক্তদের কাছে তবে দর্শকবৃন্দ সেই ‘কপি পেস্ট’ করা ছবি দেখতে নারাজ। ছবি মুক্তি পেতে চলেছে ১ মে ২০২৬। কিন্তু রিমেক দেখতে কতটা আগ্রহী হবে দর্শক সেটাই এখন আলোচনার বিষয়।
–

–

–

–

–

–

–


