মার্কিন মহাকাশ গবেষণার সংস্থার (National Aeronautics and Space Administration) ইতিহাসে গত ২৫ বছরে যেটা ঘটেনি বৃহস্পতিবার সেটাই হল। মেডিক্যাল এমার্জেন্সির কারণে নির্ধারিত সময়ের আগেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS)থেকে পৃথিবীতে ফিরলেন নাসার ৪ নভশ্চর। ভারতীয় সময় বৃহস্পতিবার দুপুরে মহাকাশযান অ্যান্ডেভার (avender) পৌঁছয় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার (South California) উপকূলে। ফিরে আসা দুই নাসার (NASA) বিজ্ঞানী জেনা কার্ডম্যান (Jenna Cardman), মাইক ফিঞ্চ (Mike Finch), জাপানি মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানী কিমিয়া উই (Kimiya Wee) এবং রাশিয়ার রসকসমসের ওলেগ প্লান্টোনভের (Oleg Platonov of Russia’s Roscosmos) শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গেছে।

নাসার (NASA) তরফে সপ্তাহখানেক আগে জানানো হয়েছিল যে ২০২৪ সালের অগাস্ট মাসে স্পেসএক্সের মহাকাশযানে আইএসএসে যাওয়া বিজ্ঞানীদের মধ্যে চারজন অসুস্থ হয়ে পড়েছেন। তাই মার্চ মাস পর্যন্ত আর অপেক্ষা করা যাবে না, তাঁদের ১৫ জানুয়ারি (ভারতীয় সময় অনুসারে) ফিরিয়ে আনা হবে। ক্যালিফোর্নিয়া উপকূলে স্প্ল্যাশডাউনের কথাও জানানো হয়েছিল।সেইমতো অপারেশন শুরু হয়। নাসার ইতিহাস এই প্রথমবার জরুরি চিকিৎসার জন্য মেয়াদের অনেকটা আগেই মহাশূন্য থেকে গবেষকদের ফেরানো হলো। মার্কিন গবেষণা সংস্থার বর্তমান প্রশাসক জারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, আপাতত কয়েকদিন নভশ্চরদের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলবে। তারপর তাঁদের বাড়ির লোকেরা দেখা করতে পারবেন। বিজ্ঞানীদের শারীরিক অবস্থা নিয়ে চিন্তার বিশেষ কোনও কারণ নেই।

–
–

–

–

–

–

–

–


