Friday, January 16, 2026

ISL: বেতন কমাচ্ছে একাধিক দল, দুই প্রধানের প্রস্তুতিতে জোর

Date:

Share post:

আইএসএলের(ISL) দিনক্ষণ ঘোষণা হয়েছে। কিন্তু ফর্ম্যাট বা সূচি ঘোষণা করতে এখনও পারেনি ফেডারেশন। জোর কদমে চলছে দুই প্রধানের প্রস্তুতি। নিজেদের তৈরি রাখার কাজটা ভালোভাবেই করছে মোহনবাগান -ইস্টবেঙ্গল। বাংলার আরও এক দল মহমেডানও কিছু দিন প্রস্তুতিতে নামবে।

এদিকে বেঙ্গালুরু এফসির পর ফুটবলার-সার্পোট স্টাফদের বেতন কমাচ্ছে এফসি গোয়া। একটি বিবৃতিতে এফসি গোয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ভারতীয় ফুটবলের অনিশ্চয়তায় আমাদের ক্লাবও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এই কঠিন পরিস্থিতি নিয়ে আমরা সৎভাবে আলোচনা করেছি। এরপর যা ঘটল, তা আমাদের গর্বিত করেছে। আমাদের প্রথম দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা এগিয়ে এসেছেন। তাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে ক্লাবের পাশে দাঁড়িয়েছেন। এই কঠিন সময়ে তাঁরা বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে বাংলার কোনও দল এখনও সেই পথে হাঁটেনি।

ভারতীয় ফুটবলের উপর ভরসা রাখতে পারছেন না বিদেশি ফুটবলাররা। তার উপর বেঙ্গালুরু, গোয়ার মতো দল বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে তারকা বিদেশিরাও ভরসা রাখতে পারছেন না। লোনে ইন্দোনেশিয়ার ক্লাব পেরসিজা জাকার্তায় সই করেছিলেন নর্থইস্ট ইউনাইটেডের(Northeast United FC )তারকা মরোক্কান উইঙ্গার আলাদিন আজারেই (Aladdin)।মরোক্কান ফরোয়ার্ড আলাদিন আজারেইয়ের সঙ্গে আরও দুই বছর চুক্তি বাড়াতে চলেছে নর্থইস্ট ইউনাইটেড। চলতি মরশুম শেষে বর্তমান চুক্তি শেষ হওয়ায় আলাদিনকে ইন্দোনেশিয়ার লিগের দল পেরসিজা জাকার্তায় লোনে পাঠানো হয়েছিল।

আলাদিন আজারেই(Aladdin) গত মরশুমে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন। গত মরশুমে ২৩টি গোল করার পাশাপাশি সাতটি গোল করিয়েছেন মরক্কোর এই ফুটবলার। ৩০টি গোলে অবদান রয়েছে তাঁর।লিগের সর্বাধিক গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতেন আলাদিন আজারেই।

 

১৪ ফেব্রুয়ারি থেকে ১৪ দল নিয়ে আইএসএল শুরু হওয়ার কথা। যদিও লিগ শুরু হলেও সমস্ত ক্লাবকেই বিপুল ত্যাগ স্বীকার করতে হবে। আইএসএল বাঁচাতে কমছে ফুটবলারদের বেতনও।

spot_img

Related articles

হিরণকে নিইনি, ২ বিজেপি বিধায়ক আসতে চায়: জনতার দাবিকে প্রাধান্য দিয়ে কী জানালেন অভিষেক

“হিরণ আমার অফিসে এসেছিল। তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিল। নিইনি। মেদিনীপুরের দুই বিজেপি (BJP) বিধায়ক তৃণমূলে আসতে চায়!...

উত্তর থেকেই দক্ষিণের পরিবহনে নয়া পদক্ষেপ, সিএনজি সরকারি বাসের উদ্ধোধন মমতার

শুক্রবার থেকে উত্তরবঙ্গ সফর শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee)। শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিল্যানাস করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ...

‘ভারতরত্ন’ নথিতে প্রমাণ করতে হল ভোটাধিকার! অমর্ত্য সেনের নথি সংগ্রহ কমিশনের

যে ১১টি নথি প্রাথমিকভাবে ভোটাধিকারের প্রামাণ্য হিসাবে দাবি করেছিল জাতীয় নির্বাচন কমিশন, তার মধ্যে অন্যতম ছিল ভারতরত্ন (Bharat...

সুপ্রিম নির্দেশে মিটছে রাজ্যের স্থায়ী উপাচার্য সমস্যা

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য (Vice Chancellor) নিয়োগকে কেন্দ্র করে অবসান হতে চলেছে জটিলতার। শীর্ষ...