ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার যুবককে বাংলাদেশি তকমা! ঘর থেকে উদ্ধার আলাউদ্দিন শেখ (Alauddin Shaikh) নামে মুর্শিদাবাদের (Murshidabad ) যুবকের গলায় ফাঁস দেওয়া দেহ। খবর ছড়িয়ে পড়তেই খুনের অভিযোগ তুলে প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল বেলডাঙ্গা। শুক্রবার সকালে টায়ার জ্বালিয়ে ১২ নম্বর জাতীয় সড়ক (NH 12)অবরোধ করেছেন বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর তালপাড়ার বাসিন্দারা। রেললাইন আটকেও প্রতিবাদ চলছে। অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বিক্ষোভের জেরে রেল ও সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের। দুর্ভোগে নিত্যযাত্রীরা।

বাংলা বলার কারণে বারবার অন্য রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে পশ্চিমবঙ্গের শ্রমিকদের। একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিবাদে গর্জে উঠেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। এবার ফের এক মৃত্যুর খবর। কারণ সেই একই, বাংলার নাগরিককে ভিন রাজ্যে ‘বাংলাদেশি’ তকমা। আলাউদ্দিন ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। মৃতের জামাইবাবু ওসমান শেখ জানান, গত পরশু শ্যালক তাঁকে ফোন করে জানিয়েছিলেন, গ্রামে গ্রামে ফেরি করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে তাঁকে। সর্বত্র বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আধার কার্ড দেখালেও বিশেষ লাভ হচ্ছে না। কিন্তু বৃহস্পতিবার বিকেলের পর থেকে আলাউদ্দিনের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি পরিবার। শুক্রবার সকালে তাঁর মৃত্যুর খবর আসে। পরিবারের অভিযোগ তাঁদের ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে মিথ্যে প্রচার করা হচ্ছে। আসলে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপরই শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে এলাকাবাসী। রণক্ষেত্র পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলের র্যাফ ও পুলিশ মোতায়ন করা হয়েছে।

–
–

–

–

–

–

–

–


