শুক্রবার সকালে নিম্নমুখী তাপমাত্রা, ১২ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত। মহানগরী-সহ কলকাতার সর্বত্র কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। এদিন ঠান্ডায় পাহাড়ি কালিম্পংকে হারিয়ে দিয়েছে বীরভূম, নদিয়ার মতো সমতলের জেলা।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, আগামী কয়েক দিন একই রকম শীত থাকবে রাজ্যে। রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। সোমবার থেকে উষ্ণতা বাড়বে।গত দু’দিন কলকাতায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। কিন্তু শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে।উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশা রয়েছে। শুক্রবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস, যা রাজ্যে শীতলতম। দ্বিতীয় স্থানে বীরভূমের শ্রীনিকেতন, পারদ নামল ৭ ডিগ্রির ঘরে। বাঁকুড়া, আসানসোল, মেদিনীপুর সর্বত্র তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে।

–
–

–

–

–

–

–

–


