চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। তার ফল মিলল শুক্রবার। যে মালদহের (Maldah) মাটিতে দাঁড়িয়ে শনিবার নানা প্রতিশ্রুতির কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), সেই মালদহেই কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে নির্বাচন কমিশনের (Election Commission) চাপিয়ে দেওয়া এসআইআর (SIR) প্রক্রিয়ার কারণে আত্মঘাতী হলেন এক রাজবংশী মহিলা।

শুনানির (hearing) নোটিশ পেয়ে ভিটেমাটি হারানোর আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যা করলেন রাজবংশী মহিলা। মালদহের (Maldah) মঙ্গলবাড়ির কামঞ্চ গ্রামের বাসিন্দা বানতি রাজবংশী(৫০)। শুক্রবার সকালে বাড়ি থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এসআইআর শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই বানতি মানসিকভাবে অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কিত ছিলেন। সেই মানসিক চাপ থেকেই তিনি বিষ খান বলে অভিযোগ। ঘটনার পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মৃতের পরিবার। কমিশনের অমানবিকতা নিয়ে তুলেছেন একাধিক প্রশ্ন। এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এসআইআরের শুনানির (SIR hearing) নোটিশ প্রাণ কেড়ে নিল আরও এক তরুণের। মৃত ব্যক্তির নাম রামপ্রসাদ মন্ডল(৩৯)। ধূপগুড়ির (Dhupguri) ময়নাতলী এলাকার ভোটার ছিলেন তিনি। শুক্রবার দুপুরে বাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে কুর্শামারি এলাকায় মামাবাড়ি সংলগ্ন এলাকায় জাম গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যদের দাবি, মৃত রামপ্রসাদের বাবার নামে ভুল থাকায় এসআইআর-এর শুনানির নোটিশ এসেছিল। শুক্রবার তার শুনানি ছিল। পরিবারের দাবি এসআইআর-এর আতঙ্কেই মৃত্যু হয়েছে। এদিন ঘটনাস্থলে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। মৃতদেহটি নিয়ে আসা হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। পাঠানো হল ময়নাতদন্তের জন্য।
আরও পড়ুন : এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও

অন্যদিকে বীরভূমের (Birbhum) সিউড়িতে এসআইআর আতঙ্কে মৃত্যু এক বৃদ্ধের। সিউড়ির বাসিন্দা খেলা বেদে(৭৬) দিন কয়েক আগে এসআইআর-এর নোটিশ (SIR notice) পেয়েছিলেন। তারপর থেকেই আতঙ্কে ভুগছিলেন। এমনটাই দাবি করেছেন তার স্ত্রী অমিতা বেদের৷ এই ভয় থেকেই হৃদরোগে আক্রান্ত হন খেলা বেদের, দাবি পরিবারের।

–

–

–

–

–


