শুক্রবারের পরে ফের শনিবারও উত্তপ্ত মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা। বিহারে আরও এক স্থানীয় পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগ তুলে এদিন বেলডাঙার বড়ুয়া মোড় অবরোধ করেন এলাকাবাসী। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ১২ নম্বর জাতীয় সড়ক। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরাও। বেলডাঙায় মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশও।

এদিন সকালে বেলডাঙা স্টেশন লাগোয়া রেলগেটেও ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। স্টেশনের কাছে থাকা রেলের সিগন্যাল ভেঙে ফেলা হয়। ফলে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (GM) মিলিন্দ কে দেউস্কর জানিয়েছেন, বেলডাঙার পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত বাহিনী পাঠানো হচ্ছে। এদিন উত্তেজনার খবর পেয়ে বেলডাঙায় বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার যুবককে বাংলাদেশি তকমা! ঘর থেকে উদ্ধার আলাউদ্দিন শেখ (Alauddin Shaikh) নামে মুর্শিদাবাদের (Murshidabad ) যুবকের গলায় ফাঁস দেওয়া দেহ। খবর ছড়িয়ে পড়তেই খুনের অভিযোগ তুলে প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল হয় বেলডাঙ্গা। শুক্রবার সকালে টায়ার জ্বালিয়ে ১২ নম্বর জাতীয় সড়ক (NH 12)অবরোধ করেন বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর তালপাড়ার বাসিন্দারা। অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বিক্ষোভের জেরে রেল ও সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের। দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাংলা বলার কারণে বারবার অন্য রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে পশ্চিমবঙ্গের শ্রমিকদের। একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবারও মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে বিহারে মারধর করা হয়েছে বলে অভিযোগ। দিন চারেক আগে বিহারে ফেরিওয়ালার কাজে গিয়েছিলেন বেলডাঙার মকদমপুরের বাসিন্দা আনিসুর রহমান। আরও সাতজনের সঙ্গে সেখানে ঘরভাড়া করে ছিলেন তিনি। অভিযোগ, আনিসুরকে বাংলাদেশি তকমা দিয়ে বেদম মারধর করে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার রাতে কোনওরকমে বাড়ি ফিরে আসেন তিনি। শনিবার সকালে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে দেখে ফের উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।
আরও খবর: নন্দীগ্রামে প্রার্থী অভিষেক! জোর জল্পনা রাজনৈতিক মহলে
১২ নম্বর জাতীয় সড়কের উপর বড়ুয়া মোড়ে রাস্তা অবরোধ (Road Blocked) করা হয়। রেলগেটের কাছে দোকানপাট ভেঙে গুড়িয়ে দেন বিক্ষোভকারীরা। কিছুক্ষণ পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

–

–

–

–

–

–


