বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে (Buxa Tiger Reserve) শেষবার ডোরাকাটার দর্শন মিলে ছিল ২০২৩ সালে। পরবর্তী দুই বছরে অপেক্ষায় সার, ক্যামেরার সামনেই আসেনি বনের রাজা। তবে ২০২৬ এর শুরুতেই বিরতি কাটিয়ে ট্র্যাপ ক্যামেরায় ধরা দিল একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। রাজ্য বন দফতরের তরফে শুক্রবার সেই ছবি প্রকাশ করা হয়েছে। খুশি বনমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। ঠিক কোন অঞ্চল থেকে বাঘটি এসেছে তা জানার চেষ্টা চলছে।

বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে (forest of the Buxa Tiger Project) যে ডোরাকাটা দেখা মিলেছে সে পুরুষ না স্ত্রী তা এখনও চিহ্নিত করা যায়নি। বন দফতরের কর্তাদের প্রাথমিক অনুমান অসম বা ভুটান থেকে হয়তো বাঘটি এসেছে। বীরবাহা বলেন, “ট্র্যাপ ক্যামেরার চিপ খতিয়ে দেখার সময় শুক্রবার বিকেলে আমরা জানতে পারি যে ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে। রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ার পরেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। বাঘের উপযুক্ত পরিবেশ তৈরির নানা কাজ এই বনাঞ্চলে চলছে।”১৯৮২ সালে আলিপুরদুয়ার জেলার বক্সা বাঘ বন দেশের ১৫ তম বাঘ সংরক্ষিত এলাকার মর্যাদা পায়। মোট ৭৬০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই অঞ্চল বিস্তৃত। ২০২১ সালের ১১ ডিসেম্বর এই বনাঞ্চলে বাঘের দর্শন মিলেছিল। এরপর আবার ২০২৩ সালের ২৮ ডিসেম্বর বক্সাতে বাঘের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছিল। তারপর থেকে গত দুবছরে ডোরাকাটার চিহ্ন মাত্র দেখা যায়নি। কিন্তু নতুন বছরের শুরুতেই তিনি দর্শন দিয়েছেন। এই প্রসঙ্গে বন্যপ্রাণ বিভাগের রাজ্যের প্রধান মুখ্য বনপাল সন্দীপ সুন্দরিয়াল (Sandeep Sundarial, the state’s chief wildlife officer) জানিয়েছেন, ঘনঘন বক্সায় বাঘের আনাগোনার প্রমাণ মিলছে। এটা প্রমাণ করে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে বাঘ থাকার উপযুক্ত পরিবেশ রয়েছে।

–
–

–

–

–

–

–

–


