ভারতের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ৪১ রানে জয় নিউজিল্যান্ডের। ২-১ সিরিজ জয় কিউয়িদের । জলে গেল বিরাটের (Virat Kohli)শতরান ।

এই প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জিতল নিউজিল্যান্ড। কোহলির সেঞ্চুরি আর হর্ষিতের অলরাউন্ড পারফরম্যান্স ছাড়া কিছু নিয়ে প্রশ্ন তুলে দিয়ে ভারতীয় ক্রিকেটের বছর শুরু হল।

ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস । দুই ব্যাটারই শতরান করলেন করলেন। ১৭৬ বলে ২০০ রানের জুটি গড়েন তাঁরা। অধিনায়ক ব্র্যাকওয়েল ২৮ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে কিউইরা।
ভারতীয় প্লেয়ারদের মধ্যে হর্ষিত রানা , অর্শদীপ সিং তিনটি করে। সিরাজ এবং কুলদীপ একটি করে উইকেট নেন। এর পরে ও গম্ভীরের নীতিতে দলে জায়গা পান না শামি।

জবাবে ব্যাট করতে নেবে রোহিত শর্মা এবং শুভমান গিলের ওপেনিং জুটি বড় রান তুলতে পারেননি। রোহিত শর্মা ১১ রানে আউট হন অন্যদিকে গিল ফেরেন ২৩ রানে। শ্রেয়স তিন রানে আউট হন , ১ রানেই আউট হলেন কেএল রাহুল। ফলে টপ অর্ডার নিয়ে প্রশ্ন থাকছে। রোহিতের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। ফলে শেষ একদিনের ম্যাচে কি রোহিত খেলে ফেললেন কিনা সেটা প্ৰশ্ন থাকছে।নীতিশ কুমার রেড্ডি ৫৭ বলে ৫৩ রান করেন। জাডেজাও ব্যর্থ হলেন ।

তবে নিজের খেলা চালিত থাকেন বিরাট কোহলি(Virat Kohli)।
৯১ বলে সেঞ্চুরি করলেন কিং কোহলি। শেষ পর্যন্ত ১২৪ রানে আইট হলেন কোহলি। ৫২ রানে আউট হন হর্ষিত। ২৯৬রানে গুটিয়ে গেল ভারত।

এই সিরিজ কিন্তু অনেক প্রশ্ন দিয়ে গেল প্রথমত ভারতীয় দলের বোলিং অনেক দুর্বল। বিশেষ করে বুমরাহ না খেললে তার বিকল্প এখনও তৈরি হয়নি। পাশাপাশি ব্যাটিংয়ে এখনও ভারতীয় দল বিরাট নির্ভর টপ অর্ডারের মধ্যে ধারাবাহিকতার অভাব রয়েছে আপাতত টি-টোয়েন্টি। কিন্তু বেশ কিছু অস্বস্তি বজায় থাকলো গম্ভীরের।

–

–

–
–
–
–


