Monday, January 19, 2026

নন্দীগ্রামে ‘আদি’র বাধায় বন্ধ ‘নব্য’ বিজেপির প্রচার! ভিডিও পোস্ট করে কটাক্ষ কুণালের

Date:

Share post:

নন্দীগ্রামে (Nandiagram) সমবায় নির্বাচনে বড় ধাক্কা বিজেপির (BJP)। রবিবার নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ১২-০ ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল। আর তার পরদিনই প্রকাশ্যে আদি-নব্য কোন্দল। কালীচরণপুর ও সোনাচূড়ায় বিজেপির (BJP) প্রচার ট্যাবলো থেকে দলের কর্মীরাই খুলে নিলেন ব্যানার, পোস্টার, সাউন্ড সিস্টেম। আর সেই ভিডিও পোস্ট (Video Post) করে তীব্র কটক্ষ করলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। লেখেন, “আদি বিজেপিদের আপত্তিতে তৎকাল বিজেপির প্রচার বন্ধের পর অটোর সব প্রচারসামগ্রী খুলে প্রচারের ইতি।”

বহুবার শিরোনামে উঠে এসেছে বিজেপির আদি-নব্যরা দ্বন্দ্ব। এর জেরে আগামী বিধানসভা নির্বাচনে কোন ভালো ফলের আশা করছে না বঙ্গ গেরুয়া শিবির- এমনটাই দলীয় সূত্রের খবরক। নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় চালুর পরেই রবিবার নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ১২-০ ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল। আর পর পরদিন অর্থাৎ সোমবার সকালেই নন্দীগ্রামে কালীচরণপুর ও সোনাচূড়ায় বিজেপির গোষ্ঠীকোন্দলের ছবি প্রকাশ্যে।
আরও খবরমুম্বইয়ে হবে বিজেপির মেয়র! ভোটে জিতেও পদ হাতছাড়া হওয়ার আশঙ্কায় অপারেশন লোটাস

সেই ভিডিও (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’) নিজের এক্স হ্যান্ডেল পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, “নন্দীগ্রাম সোনাচূড়া। আদি বিজেপিদের আপত্তিতে তৎকাল বিজেপির প্রচার বন্ধের পর অটোর সব প্রচারসামগ্রী খুলে প্রচারের ইতি। বিজেপির গোষ্ঠীলড়াই প্রকাশ্যে। নন্দীগ্রাম কালীচরণপুর ও সোনাচূড়া। আজ সোমবার সকালে। আদি বিজেপিরা তৎকাল বিজেপির প্রচার আটকে চূড়ান্ত ক্ষোভ জানাচ্ছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ওখানে তীব্র।“ এই নিয়ে আরও একটি পোস্টে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লেখেন, “নন্দীগ্রাম সোনাচূড়া। আদি বিজেপিদের আপত্তিতে তৎকাল বিজেপির প্রচার বন্ধের পর অটোর সব প্রচারসামগ্রী খুলে প্রচারের ইতি। বিজেপির গোষ্ঠীলড়াই প্রকাশ্যে।“ তৃণমূলকে ট্যাগ করে কুণালে লেখেন, “পঞ্চায়েত ভোটে জেলা পরিষদ আসনে (কারণ ওটা বিধানসভার সমতুল) তৃণমূলের যে ১০,৪০০+ লিড ছিল, সেটা বাড়ানোর সুযোগ আছে এবার।“

চলতি বছরের শুরুতেই নন্দীগ্রামে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। কম্বল দেওয়াকে কেন্দ্র করে বিজেপির দুই নেতার মধ্যেই প্রথমে বচসা শুরু হয় তারপর সেটা হাতাহাতির পর্যায়ে গিয়ে দাঁড়ায়। সেদিনের ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন দুই বিজেপি নেতা। রাজনৈতিক মহলের দাবি বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে গোষ্ঠী সংঘর্ষে জর্জরিত বিজেপি। শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের আদি বিজেপি নেতারা মানতে নারাজ। এদিকে দিলীপ ঘোষ সক্রিয় হতেই আদি বিজেপি নেতারা সক্রিয় হয়ে উঠেছেন। এর ফলে প্রায় প্রতিদিন আদি এবং নব্য বিজেপি নেতারা নিজেদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষে জড়াচ্ছেন।

spot_img

Related articles

উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী কুলদীপের আর্জি খারিজ হাইকোর্টে

দিল্লি হাই কোর্টে উন্নাও ধর্ষণকাণ্ডে (Unnao Rape case) দোষী সাব্যস্ত হওয়া কুলদীপ সেঙ্গারের আবেদন খারিজ হয়ে গেল। কুলদীপ...

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ইউটিউবে মুক্তি পেল ‘লক্ষ্মী এলো ঘরে’

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নমূলক কাজে বদলে গিয়েছে বাংলার মানুষের জীবন। রাজ্য সরকারের বিভিন্ন নারীকল্যাণ ও সামাজিক প্রকল্পের...

অবশেষে জেলমুক্তি, মেসিকাণ্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন শতদ্রু

গত বছরের ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে (Messi tour)চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটে, এই ঘটনার জেড়ে গ্রেফতার করা হয়...

জামিনই প্রাপ্য, ব্যতিক্রম নয়: উমর-সারজিলের জামিনের পক্ষে প্রাক্তন প্রধান বিচারপতি

যে কোনও বিচারের ক্ষেত্রে জামিন আইনসঙ্গত পথ, কোনও ব্যতিক্রম নয়। বরাবর দেশের প্রধান বিচারপতির পদে থাকাকালীন এই বক্তব্যকে...