২ বছর অপেক্ষা করার পর ফেডারেশনের কার্যত উপর বিরক্ত হয়ে সমস্ত আইন মেনেই আনোয়ার আলি(Anwar Ali )ইস্যুতে এবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ( CAS) গেল মোহনবাগান।

দু’মরশুম আগে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে আসেন আনোয়ার(Anwar Ali)। যা নিয়ে চুক্তিভঙ্গের অভিযোগ আনে মোহনবাগান। দীর্ঘদিন ফেডারেশনের অ্যাপিল কমিটিতে মামলা ঝুলে রয়েছে। যা নিয়ে সবপক্ষই অসন্তুষ্ট। গত বছরের নভেম্বরে এই বিষয় নিয়ে ফিফা ও এএফসিকে চিঠি পাঠায় মোহনবাগান। ফিফার পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্ত নতুন বছরের শুরুতেও কোনও ফলাফল হয়নি।

আনোয়ারের চুক্তি নিয়ে ফেডারেশনের কাছ থেকে কোনও রকম সাহায্য পাচ্ছে না, এই অভিযোগ করে আগেই ফিফার দ্বারস্থ হয়েছিল মোহনবাগান। তারা প্রতিকার চেয়ে ফিফাকে চিঠি লিখেছিল। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা সেই চিঠির জবাব দিয়ে মোহনবাগানকে জানিয়েছে, যাতে দ্রুত বিষয়টির নিষ্পত্তি হয়, সে ব্যাপারে তারা ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলবে। কিন্তু তাতেও কিছু হয়নি। এবার মোহনবাগান অল আউট গেল।

আনোয়ার এই মুহূর্তে লাল হলুদের হয়েই খেলছেন। চুক্তিভঙ্গের ইস্যুতে আনোয়ারকে চার মাসের নির্বাসনের শাস্তি দিয়েছিল প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। কিন্ত সেটাও খারিজ হয়ে যায়। আদালত ঘুরে বিষয়টি ফেডারেশনের কোর্টেই ফেরে।

–

–

–

–

–



