Monday, January 19, 2026

SIR শুনানি আতঙ্কে সুইসাইড নোট লিখে আত্মঘাতী: চার মৃত্যু রাজ্যে

Date:

Share post:

শুনানির নামে যে হয়রানি চালাচ্ছে নির্বাচন কমিশন, তাতে কমিশনের আসল খেলা প্রকাশ্যে এসে গিয়েছে অনেক আগেই। কিন্তু যেভাবে ভোটার তালিকা (voter list) থেকে বিজেপির স্থানীয় নেতাদের সঙ্গে হাত মিলিয়ে বাংলার মানুষের নাম বাদ দেওয়ার খেলা খেলছে নির্বাচন কমিশন (Election Commission), তার জেরে মৃত্যুমিছিল অব্যাহত বাংলায়। এবার এসআইআর আতঙ্কে (SIR fear) সুইসাইড নোট (suicide note) লিখে আত্মঘাতী নদিয়ার করিমপুরের এক ব্যক্তি। পাশাপাশি বীরভূমের রামপুরহাটেও এক যুবকের আত্মহত্যার অভিযোগ এই আতঙ্কে।

নদিয়ার (Nadia) করিমপুরের বাসিন্দা সিজুর খান এসআইআর প্রক্রিয়া চলাকালীন শুনানি নিয়ে আতঙ্কে ভুগছিলেন। তার স্ত্রী পারভিন বিবি এসআইআর নোটিশ সংক্রান্ত সমস্যায় ছিলেন। তাঁর এপিক কার্ড ও আধার কার্ডের জন্ম তারিখ দু’রকম ছিল। ফলে এসআইআর শুনানিতে তাঁর ডাক পড়েছিল। কিন্তু তাতেও কোন সুরাহা হয়নি। তা নিয়েই আতঙ্কে ছিলেন স্বামী ফিজুর খান। এরপর সোমবার সকালে তাঁর গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়। সেই সঙ্গে উদ্ধার হয় একটি সুইসাইড নোট (suicide note) যেখানে তিনি এই শুনানির আতঙ্কের (SIR hearing) কথাই বলে গিয়েছেন। সুইসাইড নোটটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ।

অন্যদিকে এসআইআর শুনানির নোটিশ পাওয়ার পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা বীরভূমের রামপুরহাটে (Rampurhat)। পুরসভা এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জনি শেখের দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় সোমবার সকালে। ওই ওয়ার্ডের ১৭৩ জনকে শুনানিতে ডাকা হয়েছে। আগামী ২১ জানুয়ারি তাদের শুনানির জন্য ডাকা হয়েছে। আর সেই শুনানির নোটিশ পাওয়ার পরই আত্মঘাতী জনি, পরিবারের অভিযোগ। রেল কলোনি থেকে উচ্ছেদ হওয়ার পর ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। কিন্তু বাসস্থানের কাগজে সমস্যা ছিল জনির। সেই আতঙ্কেই আত্মঘাতী হন তিনি, দাবি পরিবারের।

এই দুটি ঘটনার পাশাপাশি রাজ্যে আরও দুই জায়গায় দুই মৃত্যুতে এসআইআর-এর শুনানিকে দায়ী করেছে তাঁদের পরিবার। দক্ষিণ ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে মৃত্যু হয়েছে ছোয়েদ শেখ নামে এক বৃদ্ধের। তার ছেলে আব্দুর রহমান পেশায় পরিযায়ী শ্রমিক। এসআইআর শুনানিতে তাঁর ডাক পড়েছিল। কিন্তু ভিন রাজ্য থেকে আসতে পারবেন না আব্দুর রহমান। তবে কি তার নাম কাটা যাবে, সেই আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছোয়েদ শেখের, এমনটাই দাবি পরিবারের।

আরও পড়ুন : আবার তৃণমূল সাংসদ, বিধায়কদের SIR শুনানির নোটিশ: বাপি, বায়রনকে হাজিরার নির্দেশ

অন্যদিকে নদিয়ার নাকাশিপাড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সামির আলি শেখ নামে এক বৃদ্ধের। পরিবারের দাবি, এই মৃত্যুর জন্যও এসআইআর শুনানির আতঙ্কই দায়ী। ৫ সন্তানের বাবা সামির আলি। তাঁর পাঁচ সন্তানের নামেই শুনানির নোটিশ এসেছিল। সেই থেকে দুশ্চিন্তায় ছিলেন এবং এরপর তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের।

spot_img

Related articles

মুম্বইয়ে হবে বিজেপির মেয়র! ভোটে জিতেও পদ হাতছাড়া হওয়ার আশঙ্কায় অপারেশন লোটাস

যাবতীয় কারচুপি করে বিধানসভার পরে পৌরসভা নির্বাচনে বিরোধীদের পরাস্ত করেছে মহাযুতি জোট। কিন্তু এত কিছুর পরেও বিজেপির বাণিজ্য...

একদিনের সিরিজ হারের জের! গিল-জাদেজাকে কড়া নির্দেশ বিসিসিআইয়ের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে হারের জের। এবার ঘরোয়া ক্রিকেট খেলতে হবে শুভমান গিল এবং রবীন্দ্র জাদেজাকে(Shubman Gill-Ravindra Jadeja)।...

বড়পর্দায় ফের প্রসেনজিৎ-চিরঞ্জিত জুটি, সঙ্গে রঞ্জিতও! অপেক্ষায় সিনেপ্রেমীরা

একটা সময়ে বহু সুপারহিট সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছে চিরঞ্জিত ও প্রসেনজিৎ জুটি। কিন্তু মাঝে কেটে গিয়েছে বহু...

স্পেনে দুই হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ! মৃত বহু, আহত শতাধিক

দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! দুটি হাইস্পিড ট্রেনের সংঘর্ষে (Spain Train Accident) ২৭ বছর বয়সী চালকসহ মৃত্যু হয়েছে...