Monday, January 19, 2026

পঞ্চায়েত থেকে ওয়ার্ড অফিসে লজিকাল ডিসক্রিপেন্সি তালিকা টাঙান: কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হলেও প্রকাশ করতে হবে লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ১.৩৬ কোটি মানুষের তালিকা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে দাবি কমিশনের সিইসি জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar CEC) একাধিকবার জানিয়েছিলেন, সেই দাবিতেই মান্যতা দিল দেশের শীর্ষ আদালত। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর (Chief Minister) দাবির মান্যতাতে এসআইআর শুনানি (SIR hearing) প্রক্রিয়ায় জমা দেওয়া তথ্যের পাল্টা রিসিপ্ট কপি দেওয়ারও নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।

সোমবার এসআইআর (SIR) সংক্রান্ত শুনানিতে কার্যত নির্বাচন কমিশন যেভাবে হয়রান করছিল বাংলার মানুষকে সেই পথে বাধ সাধল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত পর্যবেক্ষণে জানান, মূলত তিনটি ক্ষেত্রে নির্বাচন কমিশন নোটিশ (Election Commission notice) দেওয়া হয়েছে। প্রথমত, ম্যাপড – ২০০২ সালে ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে। দ্বিতীয়ত, আনম্যাপড – ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম নেই। তৃতীয়ত, লজিকাল ডিসক্রিপেন্সি (logical discrepancy) – যার আওতায় সর্বাধিক ১.৩৬ কোটি মানুষের নাম রয়েছে। এতদিন ধরে নির্বাচন কমিশনের ধাঁধাঁ তৈরি করা যে তালিকার কথা বারবার তৃণমূল কংগ্রেস ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন, সেই তালিকা নিয়েই উদ্বোগ প্রকাশ শীর্ষ আদালতের।

এরপরই প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, গ্রাম পঞ্চায়েত ভবন ও সব তালুকের ব্লক অফিসগুলিতে, মহকুমা অফিস, শহরের ওয়ার্ড অফিসে সেই লজিকাল ডিসক্রিপেন্সির (logical discrepancy) তালিকা টাঙাতে হবে। আগামী তিন দিনের মধ্যে সেই তালিকা প্রকাশ করতে হবে। তার ১০ দিনের মধ্যে শুনানি হবে সংশ্লিষ্ট ভোটারদের।

নির্বাচন কমিশনের সিইসি-কে যে দাবি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনানিতে বিএলএ-দের উপস্থিতি নিয়ে তা নিয়েও পর্যবেক্ষণে জানায় সুপ্রিম কোর্ট। রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে অশান্তি হতে পারে। ফলে ভোটার নিজের সঙ্গে যে কোনও অনুমোদিত ব্যক্তিকে নিয়ে যেতে পারেন। সেই ব্যক্তি বিএলএ হতে পারেন। তবে তাঁকে ভোটারই নির্বাচন করবেন।

শুনানি নিয়ে বাংলার মানুষ দূর দূরান্ত থেকে আসার হয়রানি নিয়ে বারবার অভিযোগ করেছেন। সেই সংক্রান্ত বিষয়ে প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant), বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চের নির্দেশ, শুনানি বিডিও অফিসের পাশাপাশি পঞ্চায়েত দফতরে শুনানির ব্যবস্থা করতে হবে। এর ফলে বাংলার মানুষের শুনানির হয়রানি কিছুটা লাঘব হবে বলে মত রাজনৈতিক মহলের।

পঞ্চায়েত স্তর পর্যন্ত শুনানির নির্দেশ জারি করার পাশাপাশি সেই গোটা ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্য সরকারকে যথেষ্ট সরকারি কর্মী সরবরাহের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কর্মীর ক্ষেত্রে যে প্রতিটি জেলা নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ পালন করে কাজকরে। সেই সঙ্গে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে গোটা প্রক্রিয়ায় কোনওভাবে যাতে অশান্তির পরিবেশ তৈরি না হয়, তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও আইন শৃঙ্খলা ব্যবস্থা রক্ষার।

তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রাজ্য নির্বাচন কমিশনে বারবার দাবি জানিয়েছিল অসুস্থ ও পরিযায়ী বা দেশের বাইরে বসবাসকারীদের শুনানির জন্য অতিরিক্ত দিন নির্ধারণ ও অনলাইন শুনানির জন্য। কমিশন সেই দাবি মেনে পরিযায়ীদের জন্য নিয়ম শিঁথিল করলেও বহু অসুস্থ মানুষকে হয়রান হতে দেখা যায় বাংলা জুড়ে। সেই ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশ একজন ব্যাক্তির নথি খতিয়ে দেখে সন্তুষ্ট না হলে নির্বাচন কমিশনের নিয়ম প্রযোজ্য হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে পরবর্তী শুনানির সুযোগ দিতে হবে।

আরও পড়ুন : পারলে বিজেপি দিল্লি সামলা: মোদির দিশাহীন সিঙ্গুর বৈঠকে ফের সুর চড়ালেন অভিষেক

এদিনের শুনানিতে মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী আইনজীবী কপিল সিবল জমা দেওয়া নথির পাল্টা রিসিপ্ট দেওয়ার দাবি জানান, সেই দাবিতে মান্যতা দিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, জমা দেওয়া নথি বা শুননি হওয়ার পর রিসিপ্ট দিতে হবে আধিকারিকদের।

এদিন বিএলও-দের উপর হামলা বা বিএলও-দের অভিযোগ সংক্রান্ত বিষয়গুলির শুনানি নিয়ে মত প্রকাশ করেনি প্রধান বিচারপতির বেঞ্চ। পরবর্তী শুনানির দিন এই বিষয়গুলির শুনানি হবে বলে জানানো হয়।

spot_img

Related articles

SIR শুনানি আতঙ্কে সুইসাইড নোট লিখে আত্মঘাতী: চার মৃত্যু রাজ্যে

শুনানির নামে যে হয়রানি চালাচ্ছে নির্বাচন কমিশন, তাতে কমিশনের আসল খেলা প্রকাশ্যে এসে গিয়েছে অনেক আগেই। কিন্তু যেভাবে...

নাবালিকাকে নির্যাতন CRPF কনস্টেবলের, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে রক্ত: কটাক্ষ তৃণমূলের

সিআরপিএফ ক্যাম্পে নাবালিকা নির্যাতন! ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার এক সিআরপিএফ ক্যাম্পে। যেখানে এক ১০ বছরের নাবালিকার (Minor girl...

T20 WC: বাংলাদেশকে পাল্টা চাপে ফেলল আইসিসি, খেলতে তৈরি বিকল্প দেশও

টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে। এরমধ্যে কূটনৈতিক বিষয়কে ক্রিকেট মাঠের মধ্যে...

বেহালায় ফ্ল্যাট থেকে উদ্ধার দূরদর্শনের সঙ্গীতশিল্পীর রক্তাক্ত দেহ

বেহালার ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার গলাকাটা দেহ। সোমবার সকালে তাঁদের ঘর থেকে উদ্ধার হয় মহিলার রক্তাক্ত দেহ (Behala...