ট্রেনে সফরের সময় জাতীয় রেকর্ড সৃষ্টিকারী পোলভল্টার দেব মীনা(Dev Kumar Meena) টিকিট পরীক্ষকের(TT) দ্বারা হেনস্থার শিকার হলেন। জোর করে তাদের ট্রেন (Train) থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিযোগিতার জন্য পোল নিয়ে ট্রেনে উঠার অপরাধে তাদের নামিয়ে দেওয়া হয়। জাতীয় স্তরের একজন অ্যাথলিটের সঙ্গে এমন ব্যবহার প্রত্যাশিত নয়, টিটির ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

ঠিক কী ঘটেছে গোটা ঘটনাটি? জানা গিয়েছে, কুলদীপ যাদব নামে এক সতীর্থের সঙ্গে ট্রেনে চেপে যাচ্ছিলেন দেব মীনা(Dev Kumar Meena)। ‘অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ’ প্রতিযোগিতা থেকে ফিরছিলেন তাঁরা। সেকারণেই পোল সঙ্গে নিয়ে ট্রেনে চড়েন তারা। কিন্তু আচমকাই নবি মুম্বইয়ের পানভেল স্টেশনে মীনা এবং কুলদীপকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। টিকিট পরীক্ষক তাঁদের নামিয়ে দেন, সঙ্গে স্পষ্ট জানিয়ে দেন, ট্রেনের মধ্যে পোল নিয়ে ওঠার নিয়ম নেই। দুই জনে টিটিকে বোঝানোর চেষ্টা করেন তারা প্রয়োজনের জন্য পোল সঙ্গে রেখেছেন।

টিটি তাদের বাধ্য করেন ট্রেন থেকে নেমে যেতে। এরপর স্টেশনে নেমে তাদের ৫ ঘণ্টা অপেক্ষা করতে হয়। কোনওভাবেই রেল কর্তৃপক্ষ তাদের আবেদনে সাড়া দেননি। গোটা ঘটনাটি তারা ভিডিও পোস্ট করে জানিয়েছেন।

মধ্যপ্রদেশের অ্যাথলিট দেব ২০২৫ সালের এপ্রিল মাসে ‘ন্যাশনাল ফেডারেশন সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ’ ৫.৩৫ মিটার জাতীয় রেকর্ড গড়েন। তার আগে উত্তরাখণ্ড ন্যাশনাল গেমসে ৫.৩২ মিটার লাফিয়েছিলেন তিনি।

–

–

–

–

–

–


