লাগাতার অশান্তি, খুন, সংঘর্ষের জের, বাংলাদেশে (Bangladesh) কর্মরত ভারতীয় হাই কমিশনের আধিকারিক ও কর্মীদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছে দিল্লি। ওপার বাংলায় ক্রমবর্ধমান অস্থিরতা ও নিরাপত্তাহীনতার আবহে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির (New Delhi)। পরিস্থিতি বিচার করে তড়িঘড়ি বড় পদক্ষেপ ভারতের বিদেশমন্ত্রকের। তবে কাজ থামছে না; ভারতীয় দূতাবাস (Indian Embassy) ও অন্যান্য কেন্দ্রগুলি খোলা রেখে স্বাভাবিক পরিষেবা জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। জরুরি প্রয়োজনে বা ভারতীয় নাগরিকদের সহায়তায় দূতাবাস কর্মীরা ২৪ ঘণ্টা তৎপর থাকবেন বলে জানানো হয়েছে। আরও পড়ুন: উদয়পুরে ভয়ঙ্কর দুর্ঘটনা! বেপরোয়া গতির বলি ৩ নাবালকসহ ৪

কূটনৈতিক মহলের মতে, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিরতা চরম আকার ধারণ করতে পারে। মূলত দুটি কারণকে সামনে রেখে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমত, সম্প্রতি ‘ইনকিলাব মঞ্চ’-এর নেতা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। অপরাধীদের গ্রেফতারের দাবিতে সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীরা, যা বড়সড় আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে। দ্বিতীয়ত, নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। আশঙ্কা করা হচ্ছে, নির্বাচনের সুযোগ নিয়ে মৌলবাদী শক্তিগুলি বড় ধরনের হাঙ্গামা করতে পারে। এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের ওপর হামলা বা হেনস্থার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারেই।

এক সংবাদসংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, সেদেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটছে। ক্রমবর্ধমান অস্থিরতার পরিবেশে ভারতীয় আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন বিদেশমন্ত্রকের প্রধান লক্ষ্য। মূলত নিরাপত্তা ব্যবস্থার আগাম সতর্কতা হিসেবেই এই সিদ্ধান্ত।

–

–

–

–

–

–

–


