জম্মু ও কাশ্মীরের ডোডায়(J&K’s Dodand) গাড়ি খাদে পড়ে নিহত ১০ সেনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আহত প্রায় ১০ জন। বৃহস্পতিবার ভাদেরওয়াহ-চাম্বা আন্তঃরাজ্য সড়ক ধরে খান্নি টপে যাওয়ার সময় সেনাকর্মী ভর্তি গাড়িটি হঠাৎ করেই রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। গাড়িটি উঁচুতে ওঠার সময় কোন কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় বলে খবর।

জানা গিয়েছে, বৃহস্পতিবার, সেনা নিয়ে গাড়িটি উঁচু পোস্টের দিকে যাওয়ার সময় ডোডার( Dodand) ভাদেরওয়াহ-চাম্বা আন্তঃরাজ্য সড়কের খানি টপের কাছে ছিটকে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। বুলেটপ্রুফ গাড়িটি রাস্তা থেকে এভাবে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই ১০ জন সেনা নিহত হন, বাকিরা গুরুতর আহত হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল। দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগায়। উদ্ধার অভিযানের সময় ১০ জন সেনার মৃতদেহ উদ্ধার করা হয়। আহত সেনাদের উদ্ধার করে হেলিকপ্টার করে উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানে তাদের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে দিয়ে জানানো হয়েছে দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং আহত সেনাদের সবরকম চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাণ হারানো সেনাদের পরিবারকে ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের কার্যালয়ের তরফে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে জানানো হয়েছে ডোডায় এক সড়ক দুর্ঘটনায় ১০ জন ভারতীয় সেনার প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘটনায় ১০ জন আহত হয়েছেন। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।

–

–

–

–

–

–


