ভারতীয় পরিচয় শ্রমিকদের কাহিনী নিয়ে নীরজ ঘাওয়ান তৈরি করেছিলেন ‘হোমবাউন্ড’ (Homebound) । কান চলচ্চিত্র উৎসবে এ ছবি দেখে দেশের তাবড় তাবড় সিনে ব্যক্তিত্বরা উচ্ছ্বসিত হয়েছিলেন। ৯৮-তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (98th Academy Awards) প্রাথমিক পর্বে জায়গা করে নেওয়ার পর ‘হোমবাউন্ড’ ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেন ভারতীয় সিনেপ্রেমীরা। কিন্তু স্বপ্ন অধরাই থেকে গেল। শেষ মুহূর্তে ছেঁটে ফেলা হলো এই সিনেমাকে। অস্কারের (Oscar )মঞ্চে আরও একবার ব্রাত্য ভারতীয় ছবি (Indian movie)।

অ্যাকাডেমি পুরস্কারের ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগের তালিকায় ‘হোমবাউন্ড’ সিনেমা নির্বাচিত হওয়ার খবর জানিয়েছিল করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন (Dharma production)। কিন্তু বৃহস্পতিবার অস্কার কমিটি যে তালিকা প্রকাশ করল সেখানে দেখা গেল স্পেন, ফ্রান্স, ব্রাজিলের মতো দেশের সিনেমা থাকলেও ভারতীয় ছবি ‘হোমবাউন্ড’ এর নাম নেই। অর্থাৎ জাহ্নবী-ঈশানদের হাত ধরে ভারতে অস্কার আসার আর কোনও সুযোগ নেই। ভারতীয় আর্থ সামাজিক ব্যবস্থার ছবি তুলে ধরার পাশাপাশি নিখাদ বন্ধুত্বের গল্প কেন অস্কারের চূড়ান্ত নমিনেশন থেকে বাদ গেল তা স্পষ্ট নয়।

–

–

–

–

–

–

–

–


