এবার সম্পূর্ণ বন্ধ রেখে হবে দ্বিতীয় হুগলি সেতুর মেরামতির কাজ। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা জানানো হল। সেতুর মেয়াদ আরও দীর্ঘজীবী করা ও সামগ্রিক জীবন বাড়ানোর লক্ষ্যে এবার মেরামতির কাজ হবে। স্টে ও ডাউন কেবলগুলি (cable) বদল করা হবে বলে জানানো হয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটি-র তরফে। এর জন্য রবিবার সারাদিন বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)।

এই প্রসঙ্গে কলকাতা পুলিশের তরফে কমিশনার মনোজ কুমার ভার্মার (Manoj Verma, CP) স্বাক্ষরিত নির্দেশিকায় জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমায় কোনও ধরনের যানবাহন সেতু বা তার ব়্যাম্প ব্যবহার করতে পারবে না৷ ২৫ জানুয়ারি ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। তার জন্য নির্দিষ্ট পথে নিয়ন্ত্রণ করা হবে যানবাহন।

আরও পড়ুন : সরস্বতী পুজোর সকালে ভয়াবহ দুর্ঘটনা, উল্টোডাঙায় পথচারীকে পিষে দিল গাড়ি!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদ্যাসাগর সেতুমুখী পশ্চিমগামী যানবাহন যেগুলি এজেসি বোস রোড বা কেপি রোড ধরে আসবে— সেগুলিকে নির্দিষ্ট পয়েন্টে ঘুরিয়ে দেওয়া হবে ৷ টার্ফ ভিউ, হেস্টিংস ক্রসিং, সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে অধিকাংশ গাড়িকেই ৷ একইভাবে খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে আসা পূর্বগামী যানগুলিকেও হেস্টিংস ক্রসিং থেকেই বিকল্প পথে পাঠানো হবে।

Traffic Notification in connection with the full closure of Vidyasagar Setu from 05.00 a.m. to 09.00 p.m. on 25/01/2026 (Sunday) pic.twitter.com/XXTSeXP61G
— Kolkata Traffic Police (@KPTrafficDept) January 22, 2026
–

–

–

–

–



